টেস্ট ক্রিকেট খেলার নিয়মাবলী সম্পর্কে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: খেলাধুলাটেস্ট ক্রিকেট খেলার নিয়মাবলী সম্পর্কে জানতে চাই
Kamal asked 5 years ago


3 Answers
Imran Hossain answered 5 years ago

টেস্ট ক্রিকেট

টেস্ট ক্রিকেট খেলা খেলোয়াড় কিংবা একটি দলের খেলার ক্ষমতা কতখানি তা টেস্ট খেলার মাধ্যেমে বিবেচনা করা বা প্রস্তুত করা হয় । তাছাড়াও টেস্ট ক্রিকেট খেলা পূর্বে ৬-দিনব্যাপী অনুষ্ঠিত হতো। পরবর্তীতে তা পাঁচদিনে নিয়ে আসা হয় ও মাঝখানে একদিন বিশ্রাম রাখা হয়। বর্তমানে বিশ্রাম রাখা হয় না । প্রথম আনুষ্ঠানিকভাবে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৮৭৭ সালের ১৫ মার্চ । এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ।


টেস্ট খেলার নিয়ম

টেস্ট ক্রিকেট খেলা প্রতিদিন ৯০ ওভার করে খেলা হয় । টেস্ট আন্তরজাতিক ম্যাচগুলো ৫ দিনব্যপী খেলা হয় । ৫ দিনে কমপক্ষে ৪৫০ ওভারের খেলা হবে । আবার কোন কারণ বসত এক দিনে ৯০ ওভারের কম খেলা হলে, তা পরের দিন খেলা শুরু হওয়ার আগে তা পূরণ করা হয়ে থাকে ।
প্রথমে কে ব্যাটিং করবে তা টসের মাধ্যে নির্ধারন করা হয় । টেস্ট খেলায় যে দুই দলের মধ্যে যার বেশি রান থাকবে, তাকে জয়ী হিসাবে ঘোষনা করা হবে । যেমন ধরুন, বাংলাদেশ ও ইন্ডিয়া ।
প্রথমে বাংলাদেশ খেলে ১২০ রান করল, এবং আলআউট ( প্রথম ইনিংস ) । এরপর ইন্ডিয়া ব্যাটিং করে ১৩০ রান করল এবং আলআউট (প্রথম ইনিংস) । এখানে ইন্ডিয়া অতিরিক্ত ১০ রান করাকে লিড নেওয়া বলে থাকে । আবার  ১২০ এর থেকে কম করাকে পিছিয়ে থাকা বলে ও সমান ১২০ স্কোর করলে বলে। ইন্ডিয়া যদি a এর চাইতে ২০ রান কম করত তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আবার ব্যাটিং করার জন্য পাঠাতে পারে । এরপর ইনিংসে বাংলাদেশ আবার ব্যাটিং করে রান করল ২০০ এবং আলআউট (দ্বিতীয় ইনিংস) । তাহলে ইন্ডিয়ার আগের ইনিংসের ১০ রান এর লিড বাদ দিয়ে এখন রানের টার্গেট হবে, ১৯০ রান । এবার বাংলাদেশ যদি ইন্ডিয়াকে ১৯০ রান করতে না দেয় এবং ১৯০ রানের আগের যদি ইন্ডিয়ার সব আউট হয়ে যায় । তাহলে বাংলাদেশ দল জিতে যাবে । আবার ইন্ডিয়া যদি ১০ উইকেট আউট হওয়ার আগে এবং ৫ দিন শেষ হওয়ার আগে ১৯০  করতে সক্ষম হয়, তাহলে ইন্ডিয়া জিতে যাবে । এরপর বাংলাদেশ দল যদি শেষ দিনেও ইন্ডিয়াকে ১৯০ রান করতে দিলো না তাহলে খেলা ড্র হবে ।

Aushru Kgan answered 1 year ago

Its good rules in icc of cricket


info answered 1 year ago

Test cricket is the longest format of cricket and is played between two international teams. Each team has two innings, with no limit to the number of overs per innings. The game is played over a maximum of five days, with the objective of each team being to score more runs than their opponent. Test cricket is considered to be the highest standard of the sport, and a good performance in Test cricket is viewed as a hallmark of a player’s ability and longevity.
Test cricket is governed by the Laws of Cricket, as defined by the Marylebone Cricket Club (MCC). Here are some of the key rules of Test cricket:


  1. Teams: Each team has 11 players on the field.
  2. Innings: Each team bats and bowls two innings, unless the match ends earlier due to a team’s superiority.
  3. Duration: Test matches can last up to five days, with six hours of playing time each day.
  4. Scoring Runs: Runs are scored by hitting the ball and running around the pitch.
  5. Dismissals: A batsman can be dismissed by several methods, including being bowled, caught, run out, stumped, or hit wicket.
  6. Overs: An over consists of six deliveries, and the number of overs per innings is not limited.
  7. Ball Change: The ball is changed after a certain number of overs, as determined by the umpires.
  8. Determining the Winner: The team with the highest score at the end of both innings wins the match. If the scores are equal, the match is a draw.

These are some of the basic rules of Test cricket. There are other rules and regulations that govern the sport, but these are the most important ones.

Your Answer

8 + 13 =

error: Content is protected !!