ডিকোডার এবং এনকোডারের মধ্যকার পার্থক্য কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিডিকোডার এবং এনকোডারের মধ্যকার পার্থক্য কি?
shamim asked 6 years ago


1 Answers
Imran Hossain answered 6 years ago

ডিকোডার কি

ডিকোডার বলতে এমন একটি লজিক সার্কিট যা কোন কোড (Code) কে ডিকোড (Decode) করতে পারে। এটি কম্পিউটারের বোধগ্যম ভাষাকে মানুষের বোধগ্যম ভাষায় রূপন্তর করে। ডিকোডার ইনপুট সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা ২ হবে । ধরুন, কোন একটি কোড তিনটি বিটের। সেক্ষেত্রে তিনটি বিট দিয়ে সর্বাধিক আটটি কোড করা যাবে। এবার নিচের অংশে জেনে নেওয়া যাক, এনকোডার কি


এনকোডার কিঃ

এনকোডার একটি সমম্বিত বর্তনী যা আমাদের ভাষাকে কম্পিউটারের বোধ্যগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এনকোডারের সাহায্য যে কোন আলফানিউমেরিক ও নিউমেরিক বর্নকে অ্যাসকি, এবসিডিক, বিসিডি, ইত্যাদি কোডে পরিনত করে। এজন্য ইনপুত ব্যবস্থায় কী বোর্ডের সাথে এনকোদার যুক্ত থাকে। এটি ডিকোডারের ঠিক উল্টো। ডিকোডারের ইনপুট লাইনগুলোকে আউটপুট এবং আউটলাইনগুলোকে ইনপুট হিসাবে কল্পনা করলেযে সার্কিটটি পাওয়া যায় তাই এনকোডার।
ডিকোডার এবং এনকোডার মধ্যে পার্থক্য

ডিকোডার এর পার্থক্য

  • ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কোন কোডকে ডিকোড করে।
  • কম্পিউটার মেমোরিতে ব্যবহৃত  হয়।
  • এর সাহায্যে n টি ইনপুট থেকে সার্বাধিক 2n টি আউটপুট লাগে।

এনকোডার এর পার্থক্য

  • এনকোডার ডিকোডারের বিপরীতে কাজ করে।
  • এটি ইনপুট অবস্থায় কীবোর্ডের সাথে যুক্ত থাকে।
  • সার্বাধিক 2 ” টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 1 বা ০ আউটপুট পাওয়া যায়।

Your Answer

16 + 18 =

error: Content is protected !!