ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানতে চাই
Jibon asked 6 years ago


1 Answers
Ahosan Habib Staff answered 6 years ago

ডেটা ট্রান্সমিশন মোড
কম্পিউটার থেকে ডেটা কমিউনিকেশন এর সময় প্রেরক থেকে প্রাপকে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার প্রবাহের দিককে ডেটা টান্সমিশন মোড হিসাবে আখ্যায়িত করা হয়। ডেটা স্থানান্তরের প্রবাহের ভিত্তি করে অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন


  1. সিমপ্লেক্স (Simplex)
  2. হাফ-ডুপেক্স (Half-Duplex)
  3. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

 

Your Answer

9 + 10 =

error: Content is protected !!