তারা গ্রহ ও উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানতারা গ্রহ ও উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।
Nadim asked 5 years ago

তারা, গ্রহ ও উপগ্রহ কি ? এর সম্পর্কে জানতে চাই । 


1 Answers
Imran Hossain answered 5 years ago

তারা কি

আকাশে চন্দ্র ও সূর্য ছাড়াও আকাশে যা কিছু দেখা যায় তাকেই আমরা তারা বলি । এদের মধ্যে যাদের নিজেস্ব আলো আছে, তাদেরকে সত্যিকার অর্থে তারা বলে থাকি, যেমন ধ্রুবতারা ।   আবার সূর্যকেও তারা বলা হয় । কারণ এই সব তার নিজস্ব আলো আছে ।  অন্য তারাদের ক্ষেত্রে এই রকম না । কারণ তাদের যে আলো সে আলো অন্য কোন তারার থেকে পাওয়া । অন্য তারার আলো এদের গায়ে পড়ে ফলে এদের উজ্জ্বল বা আলোকিত দেখায় । এরা হচ্ছে গ্রহ যেমন পৃথিবী শুক্র গ্রহ । আকারে এরা খুব ছোট ।


গ্রহ কি

আবার গ্রহ সাথে আরও ছোট যারা থাকে তাদেরকে বলা হয় উপগ্রহ (Satellite) ; যেমন, চাঁদ ।

উপগ্রহ কি

উপগ্রহ গ্রহের চারদিকে ঘোরে  । গ্রহ সূর্যের চার দিকে ঘোরে । উপগ্রহের নিজের কোন আলো নেই । তারার আলোয় এরা আলোকিত হয়ে থাকে ।

Your Answer

17 + 16 =

error: Content is protected !!