তারা বড় না পৃথিবী বড় ?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানতারা বড় না পৃথিবী বড় ?
Jayma Akther asked 5 years ago

জানতে চাই কে বড়ো ? তারা বড় না পৃথিবী ?


3 Answers
Imran Hossain answered 5 years ago

তারাগুলো সধারনত হয়ে থাকে বিভিন্ন ধরনের নক্ষত্র কিংবা গ্রহ ।  তারাগুলো পৃথিবী থেকে বড় না ছোট তা নির্ভর করে, পৃথিবী থেকে তারাগুলোর দূরত্ব কত খানি তার উপর ।


অর্থাৎ যে তারার দূরত্ব পৃথিবী থেকে বেশি সে তারাগুলো বড় হওয়ার সম্ভবনা বেশিই থাকে ।  কোন কোন তারা পৃথীবির থেকে কয়েক হাজার গুন বড় আবার কোন কোন তারা পৃথীবির থেকে ছোট । কিন্তু এই তারাগুলো কাছে থাকার ফলে পৃথিবী থেকে বড় মনে হয়। যেমন ধরুন, শুক্রগ্রহ , বুধগ্রহ যেগুলো সন্ধা তারা ও শুক তারা নামে পরিচিত,  এইগুলো পৃথিবীর খুব কাছেই অবস্থান করে থাকে ।

Subhajit singha answered 4 years ago

27


Sourav answered 1 year ago

সূর্য যেমন একটি নক্ষত্র।তেমনি তারাও(Star) একটি নক্ষত্র।এগুলো পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করার কারণে এদের পৃথিবী থেকে দেখলে অনেক ছোট দেখায়।তারা কিন্তু পৃথিবীর তুলনায় অনেক গুণ বড়।তাই এই যুক্তি সাপেক্ষে বলা যায় পৃথিবী তারার তুলনায় অনেক ছোট।


Your Answer

5 + 15 =

error: Content is protected !!