প্রিন্ট মিডিয়া কি ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণপ্রিন্ট মিডিয়া কি ?
Samiul asked 5 years ago

প্রিন্ট মিডিয়াতে আসলে কি কি ডিজাইন এর কাজ করা হয় এবং প্রিন্ট মিডিয়া কি ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

প্রিন্ট মিডিয়া কি ?

প্রিন্ট মিডিয়া বলতে বোঝায় সেই সমস্ত কিছু যা প্রিট করে তৈরি করা হয় । যেমন আমাদের খুব পরিচিত খবরের কাগজ প্রিন্ট মিডিয়ার অংশ । আবার আমরা যে বই পড়ি, সেগুলোও তো প্রন্ট করাই তাই না ?


মিডিয়া বলতে বোঝায় মাধ্যম, আর যে মাধ্যম প্রিন্ট বা ছাপার সাথে যুক্ত, তাই প্রিন্ট মিডিয়া ।

কি কি ডিজাইন এর কাজ করা হয়?

বই এর কাভার বা প্রচ্ছদ ডিজাইন, প্যান ব্যানার ডিজাইন, বিজ্ঞাপন ডিজাইন, কার্টুন ডিজাইন সহ আরো অনেক কিছু । সাধারনত ইলাস্ট্রেটর দিয়ে এই ধরনের ডিজাইন গুলো করা হয়ে থাকে এবং এরা CMYK কালার ব্যবহার করে থাকে ।

Your Answer

4 + 1 =

error: Content is protected !!