ফোল্ডার কি? বিস্তারিত জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিফোল্ডার কি? বিস্তারিত জানতে চাই
কামরুল asked 6 years ago

ফোল্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চাই চাই । ফোল্ডার কি এবং কি কাজে লাগে ?


Tiklu Chowdhury replied 6 years ago

ফোল্ডারের অসুবিধা কি?

1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

ফোল্ডার এর মধ্যে এক সাথে অনেক গুলো ফাইল রাখা যায় । অনকে অফিসে দেখবেন যে টেবিলের উপরে কিংবা তাকে অনেক গুলো ফাইল একটি বড় বক্সের মধ্যে রেখেছে । যেগুলো  ফোল্ডার যা আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি ।


ফোল্ডার কি?

ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন এগুলোতেও অনেক ফাইল থাকে । ফাইল গুলো এলোমেলো না রেখে Group আকারে সাজিয়ে রাখবার জন্য যা ব্যবহার করা হয় তাই  ফোল্ডার ।  ফোল্ডার  এর ভিতরে এক বা একাধিক ফাইল রাখা যায় কিংবা ফোল্ডার ও রাখা যায় ।

যেমন ধরুন আপনার কাছে বাংলা ইংলিশ ও হিন্দি গান আছে । সব গুলোকে এক জায়গায় রাখলে বুঝতে সমস্যা হবে । তাই আপনি ৩টি আলাদা ফোল্ডার করে আলাদা আলাদা ভাবে বাংলা, ইংলিশ ও হিন্দি গান রাখলেন ।  আবার এমন ও হতে পারে যে আপনার বাংলা গানের যে কালেকশন তাতে রবীন্দ্র সংগীত আছে, আছে আধুনিক ও ক্লাসিক ।  তো সেগুলোকে আবার বাংলা গানের ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা ফোল্ডার করে রাখলেন ।

আশা করি বোঝাতে পেরেছি । কিভাবে ফোল্ডার  তৈরি করে জানতে চাইলে দেখে নিতে পারেন নিচের টিউটোরিয়াল টি ।

কিভাবে নতুন ফোল্ডার নিতে হয়

Your Answer

7 + 20 =

error: Content is protected !!