বিপরীত ফাংশন কী?

প্রশ্ন উত্তরCategory: গণিতবিপরীত ফাংশন কী?
Shakib asked 3 years ago

বিপরীত ফাংশন সম্পর্কে জানতে চাই


2 Answers
Abu Alam answered 3 years ago

বিপরীত ফাংশন (Inverse function):

f:A⇨B একটি এক-এক ফাংশন এবং সার্বিক ফাংশন।


অন্য একটি ফাংশন g:B⇨A বর্ণিত হয়ে  f(A)=B যদি এবং কেবল যদি f(B)=A হয়। অর্থাৎ  A সেট থকে B সেট ফাংশন বর্ণিত করা যায় বিপরীতক্রমে B সেট থেকে A সেটও  ফাংশন বর্ণিত করা যায়।

তবে g কে f এর বিপরীত ফাংশন বলা হয়। তবে f ফাংশনটিকে অবশ্যই এক-এক ও সার্বিক ফাংশন হতে হবে।

Idontknow answered 1 year ago

Ki likse esob? Kichui bujlam na😑


Your Answer

13 + 17 =

error: Content is protected !!