বৃত্তের অধিচাপ ও উপচাপ কী?

প্রশ্ন উত্তরCategory: গণিতবৃত্তের অধিচাপ ও উপচাপ কী?
Tuhin asked 3 years ago

অধিচাপ ও উপচাপ কীভাবে চিহ্নিত করে 


2 Answers
Abu Alam answered 3 years ago

বৃত্তচাপ, অধিচাপ, উপচাপঃ জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে। প্রত্যেক জ্যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। বৃত্তে দুই ভাবে চাপ উৎপন্ন হতে পারে।


চাপ দুটি সমান হতে পারে বা অসমান হতে পারে। কেন্দ্রগামী জ্যা হলে সমান হবে আবার কেন্দ্রগামী না হলে অসমান চাপ সৃষ্টি হবে।

যে চাপটি অপেক্ষাকৃত বড় তাকে অধিচাপ এবং যেটি ছোট তাকে উপচাপ বলে।কোনো চাপ  অর্ধবৃত্তের বড় হলেও তাকে অধিচাপ বলে।

Taif hasan answered 7 months ago

Sstay cool


Your Answer

8 + 10 =

error: Content is protected !!