মুক্ত সফটওয়্যার কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিমুক্ত সফটওয়্যার কি?
Robin asked 5 years ago

মুক্ত সফটওয়্যার সম্পর্কে জানতে চাই । এবং মুক্ত সফটওয়্যার কোনগুলোকে বলে ? 


1 Answers
Imran Hossain answered 5 years ago

মুক্ত সফটওয়্যার
মুক্ত সফটওয়্যার বলতে, মুক্ত সফটওয়্যার ব্যবহারে কোন প্রকার বাধা নিষেধ থাকে না এবং সফটওয়্যার গুলি কপি বা বিতরণ করবার জন্যও একই নিয়ম প্রযোজ্য হয়ে থাকে, এবং বিতরণের কপিটি হতে পারে সফটওয়্যারটির মূল সংস্করণ বা পরিবর্তীত কোন সংস্করন। এই গুলোকে মুক্ত সফটওয়্যার বলে । মুক্ত/উন্মুক্ত উৎস সফটওয়ার হল মুক্ত লাইসেন্সে প্রকাশিত এমন সকল সফটওয়্যার যা ব্যবহারকারীদের এটি ব্যবহার, গবেষণা, উৎস কোড পরিবর্তন, পরিবর্ধনসহ সফটওয়ারটির যেকোন ধরনের উন্নয়ন করার স্বাধীনতা দেয়। সাধারণ এবং বাণিজ্যিক ব্যবহারকরীরা সহজেই এর উপযোগীতা উপলব্ধি করতে পারে। একই সাথে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। মুক্ত সফটওয়্যার সাধারণত বিনামূল্যে পাওয়া যায়, তবে ক্ষেত্র বিশেষে মূল্য পরিশোধ করতে হতে পারে। যেমন সফটওয়্যারটি সিডিতে বিতরণ করা হলে সিডি তৈরীর মূল্যের বিনিময়ে সফটওয়্যারটি গ্রহন করতে হতে পারে।


Your Answer

12 + 12 =

error: Content is protected !!