মেমোরি সেল কি

Mamun asked 3 years ago

করোনা ভাইরাস এর টিকা মেমোরি সেল তৈরি করে বলা হচ্ছে, কিন্তু মেমোরি সেল টা কি আসলে ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

মেমরি (Memory) অর্থ স্মৃতি আর সেল (Cell) অর্থ হলো কোষ, তাহলে মেমোরি সেল এর অর্থ দাড়ালো স্মৃতির সেল ।


এবার বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক করোনা ভাইরাস এর টিকার ক্ষেত্রে ।

শুধু করনা ভাইরাস এর টিকা নয়, বেশিরভাগ টিকার ক্ষেত্রেই মেমোরি সেল তৈরি হয় । টিকার ক্ষেত্রে শুরুতে সেই ভাইরাসের মৃত সেল/স্পাইক গুলো শরীরে প্রবেশ করে দেয়া হয়। এবার শরীর এর নিজের ডিফেন্স সিসটেম সেগুলোকে প্রটেক্ট করার জন্য এন্ডিবডি তৈরি করে শরীরে এবং এবং এদের চিনে রাখে ।

এই চিনে রাখার কাজটি করে মেমোরি সেল যাতে এই একই ধরনের ভাইরাস শরীরে প্রবেশ করলে সাথে সাথেই সেটাকে ধরে ফেলতে পারে শরীরের নিজের ডিফেন্স সিসটেম ।

আশা করি কিছুটা ধারনা দিতে পেরেছি ।

Your Answer

3 + 0 =

error: Content is protected !!