লসাগু গসাগু কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: গণিতলসাগু গসাগু কাকে বলে
Oishi asked 3 years ago

লসাগু গসাগু এর সংগা চাই


4 Answers
Abu Alam answered 3 years ago

ল.সা.গু(L.C.M.): 


ল.সা.গু. এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক।  দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতকটিকে ল.সা.গু.(L.C.M) বলে।

যেমনঃ ৪ এর গুণিতক ৪,৮,১২,১৬,২০,২৪,২৮ এবং ৮ এর গুণিতক ৮,১৬,২৪,৩২। ৪ ও ৮ এর সাধারণ গুণিতক ৮,১৬,২৪।

সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো ৪৷ অতএব,৪ও৮ এর ল.সা.গু. হলো ৪।

2) গ.সা.গু.(H.C.F):

গ.সা.গু. এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণণীয়ক। দুই বা সংখ্যার সাধারণ গুণণীয়কগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটিকে গ.সা.গু.(H.C.F) বলে।

২০ ও ১৬ এর গ.সা.গু. নির্ণয় নিম্নে দেখানো হলোঃ
২০ এর গুণণীয়ক গুলো হলো ১,২,৪,৫,১০,২০।
১৬ এর গুণণীয়ক গুলো হলো
১,২,৪,৮,১৬।
সাধারণ গুণনীয়ক গুলো হলো ১,২,৪। এখানে, ৪ সবচেয়ে বড়। অতএব, সংখ্যা দুইটির
গ.সা.গু. হলো ৪।

MD.Mohtasim salim answered 12 months ago

গসাগু নির্ণয়ের ইকলোটিও প্রক্রিয়াকে উদ্বোধন করেন


Shahriar answered 6 months ago

Thx!!


Aannsnsn answered 3 weeks ago

Wtf efebrbnene


Your Answer

11 + 18 =

error: Content is protected !!