সংখ্যা আবিস্কারের ইতিহাস জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: সাধারণসংখ্যা আবিস্কারের ইতিহাস জানতে চাই
Rahul asked 6 years ago

সংখ্যা আবিস্কার ইতিসাস সম্পর্কে জানতে চাই। 


1 Answers
Ahosan Habib Staff answered 6 years ago

 সংখ্যা আবিস্কারের ইতিহাস
মানুষের কোন কিছু গনণা করার চেষ্টা থেকেই সংখ্যার জম্ম হয়েছে। প্রথমদিকে মানুষ কাঠি, আঙ্গুল, নুড়ি, পাথর, রশিতে গিড়া দিয়ে, মাটিতে বা দেয়ালে দাগ কেটে গনণার কাজ সম্পাদন করতো। এভাবে গনণা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হত। সংখ্যাসূমহের লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়।
সংখ্যা পদ্ধতি আবিস্কার
৩৪০০ সালে হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics) চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যেমে সর্বপ্রথম গনণার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয়। এরপর শুরু হয় মেয়ান পদ্ধতি। তারা ব্যবহার করতো একটি ২০ ভিত্তিক সংখ্যা vigesimal এবং ৫ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। খৃষ্টপূর্ব ৩৪০০ সালের রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যেমে রোমান সংখ্যা পদ্ধতি চালু  করে থাকে।
খৃষ্টপূর্ব ৪০০০ সালের দিকে ভারতবর্ষে দশভিত্তিক সংখ্যা প্রচলন হয় এবং আরবের পন্ডিতেরা তাদের এ পদ্ধতির উপর ব্যাপক গবেষণা করে দশভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল ও গণ্নার প্রবর্তন করে থাকে।


Your Answer

6 + 20 =

error: Content is protected !!