A4TCH কিবোর্ড দিয়ে ঃ ৎ রেফ কিভাবে লিখব?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারA4TCH কিবোর্ড দিয়ে ঃ ৎ রেফ কিভাবে লিখব?
Reza asked 2 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

আপনি A4Tech কিংবা Logitech কিংবা ল্যাপটপের বিল্ডইন কিবোর্ড ব্যবহার করেন, সেটা দেখা জরুরী না । আপনার কিবোর্ড ম্যাপিং ( কিবোর্ড ল্যাআউট ) টা UK Keyboard কিনা সেটা জানা জরুরী । আমরা বাংলাদেশে এবং খূব সম্ভবত South Asia র সবকটা দেশেই UK Keyboard Layout ব্যবহার করি ।


US Keyboard Layout

US Keyboard Layout

ধরেই নিচ্ছি আপনার কিবোর্ড লেআউট ও ইউএস কিবোর্ড লেআউট।

এবার বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় অভ্র ও বিজয় সফ্টওয়ার । আপনি উল্লেখ করেন কি কোন বাংলা কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে  ঃ ও ৎ লিখতে চাইছেন । তাই দুটোতেই আলোচনা করবো ।

ৎ কিভাবে লেখে তার একটি পোষ্ট আছেই সেটা দেখার অনুরোধ রইলো যা উত্তর টির একদম নিচে দেয়া হলো ।

নিচে আলোচনা করছি ঃ কিভাবে লেখে

বিজয় কিবোর্ড এ ঃ লেখা

বিজয় কিবোর্ড সেট করে নিয়ে keyboard এর L ডান পাশে যে : (কোলন) বা ; ( সেমিকোলন) আছে সেটিতেই পাওয়া যায় ঃ

কিবোর্ড কমান্ডঃ Shift + :

অভ্র কিবোর্ড এ ঃ লেখা

অভ্র ইজি লেআউট এ Shift চেপে ৬ ( ফাংশন কি এর নিচে) চাপলে পেয়ে যাবেন ঃ

আর অভ্র ফনেটিক লেআউট এ Shift চেপে : (কোলন, L এর ডান পাশে) চাপলেই পেয়ে যাবেন ।

কিভাবে ৎ লিখব

 

Your Answer

10 + 8 =

error: Content is protected !!