About local disk C and virtual ram

Md Shahadath asked 6 years ago

Bai oneker kaj theke sunechi local disk c the beshi kichu rakle computer er problem deka dei ata ki real??? are local disk c the virtual ram barale kuno problem hobe ki? C diske virtual ram barale amar computerer ki upoker hobe aktu bujiye bolle balo hotho.


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

C Drive এ ফাইল বেশি রাখলেই যে প্রব্লেম হবে বিষয় টা এমন নয় । তবে যদি আপনার মেশিনের C Drive এর জায়গা কম থাকে তাহলে কিছুটা সমস্যা করবে । কারন C drive এ অপারেটিং সিস্টেম থাকে এবং সেটি লোড হবার সময় কিছুটা জায়গা নেয় । আর একটা বিষয়, আপনার অপারেটিং সিস্টেম ক্রাস করলে সেই ফাইল গুলো নতুন দের ক্ষেত্রে উদ্ধার করা খুব কস্টকর হয় । তাই জরুরি ফাইল গুলো সি ড্রাইভ এ না রাখাই ভালো ।


আবার আপনি যদি ফটোশন নিয়ে কাজ করেন তো, সে বড়ো PSD File পেলে সেটিকে রান করার সময় আপনার C Drive এর জায়গা নিবে । তাই সি ড্রাইভ যতটা ফাকা রাখা যায় ততই ভালো ।

Virtual RAM এর ক্ষেত্রে যদি আপনার Computer এর C Drive এ পর্যাপ্ত ফাকা জায়গা ( 15GB + Free space ) থাকে তো ব্যবহার করতে পারেন । অথবা অন্য ড্রাইভ কে ও Virtual RAM হিসেবে ব্যবহার করতে পারেন ।

Your Answer

2 + 8 =

error: Content is protected !!