ডেক্সটপ কম্পিউটার সেটাপ কি ভাবে দিবো আর কি ভাবে সব কিছু সেটিং করবো এটা নিয়ে যদি একটা পোস্ট বা টিউটোরিয়াল দিতেন খুব উপক্রিত হতাম।
ধন্যবাদ
আমি ঠিক বুঝতে পারছিনা আপনি ডেক্সটপ কম্পিউটার এর হার্ডওয়ার সেটআপ নাকি সফটওয়ার সেটআপ এর বিষয় টি ক্লিয়ার হতে চাইছেন । ধরেই নিলাম আপনি দুটোই চাইছেন । শুরুতেই আপনার ডেক্সটপ কম্পিউটার এর হার্ডওয়ার সেটআপ দিতে হবে ।
তো প্রতিটি কম্পিউটার এর যে অংশ গুলো থাকে তা হলো , মনিটর, সিপিউ ইউনিট, কিবোর্ড মাউচ ও স্পিকার যেখানে মনিটর ও স্পিকার হলো আউটপুট ইউনিট, মাউচ ও কিবোর্ড হলো ইনপুট ইউনিট এবং সিপিউ হলো প্রসেসিং ইউনিট ।
ল্যাপটপ এ সবগুলো ইউনিট একসাথেই থাকে, তাই ল্যাপটপ কেনার পর শুধু সফ্টওয়ার ( অপারেটিং সিসটেম ও অন্যান্য অ্যপলিকেশন সফটওয়ার ) ইন্সটল দিয়ে নিলেই চলে । Computer এ অপারেটিং সিসটেম ইন্সটল দেবার জন্য দেখে নিতে পারেন কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয় সেটা ল্যাপটপ কিংবা ডেক্সটপ যাই হোক । দেখে নিন
আবার ব্র্যান্ড এর ডেক্সটপ পিসি গুলোতেও CPU Unit আগে থেকেই রেডি করা থাকে এবং অনেক ক্ষেত্রে সেগুলো প্যাকেজ আকারে মনিটর ও কিবোর্ড মাউচ সহ ও হয়ে থাকে । না থাকলে আলাদা ভাবে নিয়ে নিলেই হলো ।
কিন্তু আপনি যদি আলাদা আলাদা ভাবে CPU Unit এর সব কিনে কাস্টম পিসি বানাতে চান, তাহলে সেগুলো সেট করে নিতে হবে ।
আর সেটার জন্য দেখে নিতে পারেন CPU গঠন এর উপরে প্রশ্ন উত্তর টি যেখানে একটি ভিডিও ও দেয়া আছে ।
কম্পিউটার রিলেডেট আরো তথ্য পেতে দেখে নিন আমদের কম্পিউটার ও ইন্টারনেট ক্যাটাগরি টি ।