Desktop Computer Setup

Shanto Biswas asked 5 years ago

ডেক্সটপ কম্পিউটার সেটাপ কি ভাবে দিবো আর কি ভাবে সব কিছু সেটিং করবো এটা নিয়ে যদি একটা পোস্ট বা টিউটোরিয়াল দিতেন খুব উপক্রিত হতাম।
ধন্যবাদ


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

আমি ঠিক বুঝতে পারছিনা আপনি ডেক্সটপ কম্পিউটার এর হার্ডওয়ার সেটআপ নাকি সফটওয়ার সেটআপ এর বিষয় টি ক্লিয়ার হতে চাইছেন । ধরেই নিলাম আপনি দুটোই চাইছেন । শুরুতেই আপনার ডেক্সটপ কম্পিউটার এর হার্ডওয়ার সেটআপ দিতে হবে ।


তো প্রতিটি কম্পিউটার এর যে অংশ গুলো থাকে তা হলো , মনিটর, সিপিউ ইউনিট, কিবোর্ড মাউচ ও স্পিকার যেখানে মনিটর ও স্পিকার হলো আউটপুট ইউনিট, মাউচ ও কিবোর্ড হলো ইনপুট ইউনিট এবং সিপিউ  হলো প্রসেসিং ইউনিট ।

ল্যাপটপ এ সবগুলো ইউনিট একসাথেই থাকে, তাই ল্যাপটপ কেনার পর শুধু সফ্টওয়ার ( অপারেটিং সিসটেম  ও অন্যান্য অ্যপলিকেশন সফটওয়ার ) ইন্সটল দিয়ে  নিলেই চলে । Computer এ অপারেটিং সিসটেম ইন্সটল দেবার জন্য দেখে নিতে পারেন কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয় সেটা ল্যাপটপ কিংবা ডেক্সটপ যাই হোক । দেখে নিন

ডিভিডি বা পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ৭, ৮ বা ১০ সেটআপ

আবার ব্র্যান্ড এর ডেক্সটপ পিসি গুলোতেও CPU Unit আগে থেকেই রেডি করা থাকে এবং অনেক ক্ষেত্রে সেগুলো প্যাকেজ আকারে মনিটর ও কিবোর্ড মাউচ সহ ও হয়ে থাকে । না থাকলে আলাদা ভাবে নিয়ে নিলেই হলো ।

কিন্তু আপনি যদি আলাদা আলাদা ভাবে CPU Unit এর সব কিনে কাস্টম পিসি বানাতে চান, তাহলে সেগুলো সেট করে নিতে হবে ।

আর সেটার জন্য দেখে নিতে পারেন CPU গঠন এর উপরে প্রশ্ন উত্তর টি যেখানে একটি ভিডিও ও দেয়া আছে ।

CPU গঠন

কম্পিউটার রিলেডেট আরো তথ্য পেতে দেখে নিন আমদের  কম্পিউটার ও ইন্টারনেট ক্যাটাগরি টি ।

Your Answer

10 + 13 =

error: Content is protected !!