excel এ যোগ বিয়োগ গুন ভাগ করার নিয়ম

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামexcel এ যোগ বিয়োগ গুন ভাগ করার নিয়ম
Rayhan Kobir asked 5 years ago

excel এ যোগ বিয়োগ গুন ভাগ করার নিয়ম দেখান যাতে সহজেই করতে পারি এই কাজ গুলো এক্সেল এ । আমি এক্সেল ২০১৬ ব্যবহার করি এবং এক্সেলের কাজ শিখতে চাই । ধন্যবাদ 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

excel এ যোগ বিয়োগ গুন ভাগ করার নিয়ম

এক্সেলে এই কাজ গুলো খুব সহজেই করতে পারবেন । যোগ বিয়োগ গুন ভাগ করার জন্য + – * এবং / এই চিহ্ন গুলো ব্যবহার করা লাগবে এবং সাথে = চিহ্ন । চলুন একে একে দেখে নেই ।


Excel Simple Calculations

Excel Simple Calculations

*** এক্সেলে যে কোন ক্যালকুলেশন শুরু হয় =  সাইন দিয়ে এবং শেষ করতে হয় Enter চেপে । ধরে নিলাম 10 এবং 3 এই দুটি সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুন ও ভাগ করবো ।
তো যোগ করার জন্য এক্সেলের যেকোন সেলে ক্লিক করে লিখুন =10+3 এবং Enter চাপুন ।  পেয়ে যাবেন 13

একই ভাবে,
= 10 – 3 থেকে পাবেন 7
= 10*3 থেকে পাবেন 30 এবং
= 10/3  থেকে পাবেন 3.333333333

আরো বিস্তারিত আকারে এক্সেলে  যোগ বিয়োগ গুন ভাগ

এবার চলুন এক্সেলে অন্য ঘরে থাকা সংখ্যা গুলো নিয়ে ক্যালকুলেশন করি ।  ধরে নিলাম A1 সেলে আছে 10 এবং A2 সেলে আছে 3 । এবার ধরে নিলাম B1 সেলে রাখবেন যোগের ফলাফল , তো সেটা করার জন্য B1 সেলে  ক্লিক করে লিখুন = A1+A2 এবং Enter চাপুন । পেয়ে যাবেন ১৩ এবং এটা করার শুবিধা হলো A1 সেলের মান ১০ থেকে বদল করে ২০ করলে দেখবেন B1  সেলের ভেলুও বদলে গেছে ।

একই ভাবে সেল এর ভেলু নিয়ে বিয়োগ গুন বা ভাগ ও করতে পারবেন । যোগ বিয়োগ কিংবা গুন ভাগ সম্পর্কে আরো জানতে দেখে নিতে পারেন

Microsoft Excel এ যোগ ও বিয়োগ

Microsoft Excel এ গুণ ও ভাগ

 

Your Answer

12 + 20 =

error: Content is protected !!