PHP এর ফুল ফর্ম কি?

Sofikul asked 5 years ago

PHP এর পূর্ণরূপ কি? 


1 Answers
Imran Hossain answered 5 years ago

PHP ফুল ফর্ম হচ্ছে Hypertext Preprocessor। PHP কে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি সার্ভার সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবেও ব্যাপক পরিচিত। একটি ওয়েবসাইটকে ডাইনামিক এবং ইন্ট্রাকটিভ ওয়েব সাইট হিসাবে তৈরি করতে পিএইচপি ব্যবহার করা হয়ে থাকে। PHP, HTML একই সাথে কাজ করা যায়। উধাহরণস্বরূপ PHP এর ব্যবহার নিচে দেওয়া হল।


<!DOCTYPE html>
<html>
<body>

  <h1>PHP To Html</h1>
  <?php
   echo "Hi, How Are You!";
   ?>

</body>
</html>

Your Answer

15 + 9 =

error: Content is protected !!