USB ফ্ল্যাশ ড্রাইভ কি ও কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: সাধারণUSB ফ্ল্যাশ ড্রাইভ কি ও কাকে বলে?
Jahan asked 5 years ago

USB ফ্ল্যাশ ড্রাইভ সম্পর্কে জানতে চাই? 


1 Answers
Imran Hossain answered 5 years ago

ইউএসবি কী, ইউএসবি স্টোরেজ বা ইউএসবি মেমরি । একটি ডেটা স্টোরেজ ডিভাইস যা একটি ইন্টিগ্রেটেড ইউএসবি ইন্টারফেসের সাথে ফ্ল্যাশ মেমরি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে । USB ফ্ল্যাশ বহনযোগ্য । এইটি সম্পর্ন সিস্টেম থেকে বিচ্ছন এবং এতে পুনরায় ডাটা লেখা যায় । এটি বাহ্যিকভাবে ফ্লপি ডিস্ক বা অপটিক্যাল ডিস্ক থেকে অনেক ছোট হয়ে থাকে । বর্তমানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ৮ জিবি থেকে ২৫৬ জিবি পর্যন্ত বাজারে পাওয়া যায় । ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যেকোন জায়গায় ব্যবহার যোগ্য ।


USB Flash Drive Image

USB Flash Drive Image

Your Answer

18 + 19 =

error: Content is protected !!