VoLTE কি ? এটা কি কাজ করে ?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনVoLTE কি ? এটা কি কাজ করে ?
AvatarRatan asked 3 months ago

গ্রামীন ফোন সম্প্রতি VoLTE  সার্ভস চালু করেছে । তো  VoLTE মানে কি ?  এবং VoLTE কি  কাজ করে ? 

1 Answers
AvatarMd Shariar Sarkar Staff answered 3 months ago

VoLTE একটি আধুনিক মোবাইল নেটওয়ার্ক সেবা যা কিনা 4G থেকেও ফাস্ট এবং বেশি শুবিধা সম্বলিত । চলুন শুরুতেই জানা যাক VoLTE কি ?

VoLTE কি ?

VoLTE কে দুই ভাগে ভাগ করলে দাড়ায় Vo এবং LTE. তো  LTE এর পুর্ণরুপ হচ্ছে Long Term Evaluation এবং Vo এর পুর্ণ রুপ হচ্ছে Voice Over. তাহলে  VoLTE  এর পুর্ন রুপ হচ্ছে Voice Over LTE বা Voice Over Long Term Evaluation যা একটি 4G Network এর আপডেটেড ফিচার ।

VoLTE এর মানে বলা যেতে পারে 4G নেটওয়ার্ক এ কথা বলা । শুধু 4G Connection এ আপনি হয় কথা বলবেন , আর নায় নেট ব্যবহার করবেন । একসাথে দুটো হয়না । সেখানে VoLTE  নেটওয়ার্ক এ আপনি ফোন কল এর সাথে সাথে ইন্টারনেট ও ব্যবহার করতে পারবেন । এবং VoLTE  Network এ কথা হয় আরো ক্লিয়ার ।

দেখে নিতে পারেন নিচের ভিডিও টি যা কিনা গ্রামীনফোন তৈরি করেছে তাদের VoLTE  এর বিষয় এ ।

Your Answer

12 + 12 =

error: Content is protected !!