Windows 7 এ আমার স্ক্রিন লক ভুল করে সেট আপ করার সময় দিয়েছি এটা রিমোভ করবো কিভাবে ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারWindows 7 এ আমার স্ক্রিন লক ভুল করে সেট আপ করার সময় দিয়েছি এটা রিমোভ করবো কিভাবে ?
Dipzol Roy asked 3 years ago

আমার Windows 7 টি সেট আপ করার সময় পার্যওয়াদ দিয়েছি । বন্ধ করে চালু করলে পাযওয়াদ চায় । পাযওয়াদ যেনো না চায় তার জন্য কি করবো প্লিজ হেল্প ?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

চলুন নিচে দেখে নেই


কিভাবে Windows 7 এর স্ক্রিন পাসওয়ার্ড রিমুভ করা যায়

আপনি যদি উইন্ডোজ ৭ সেটাপ দেবার পর পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহয়ে যেখান থেকে দিয়ে ছিলেন সেখান থেকেই আবার বদল বা বাদ দেয়া যাবে ।

আর যদি সেটাপ দেবার সময় ই হয়ে থাকে তাহলে বেশ কয়েক টি ধাপ দেখাচ্ছি, সেগুলো ফলো করে রিমুভ করতে পারবেন ।

Windows Start বাটনে ক্লিক করার পর ইউজার ইমেজ এর উপরে ক্লিক করুন । নিচের ছবিতে দেখুন

Windows 7 User Account Enter

Enter to Windows 7 Users Account

আপনার সামনে User Accounts Panel খুলে যাবে । নিচের ছবিতে দেখুন

Remove User Password in Windows 7

Click to “Remove User Password in Windows 7”

এবার নিচের মতো আসবে, সেখান থেকে

Remove Windows 7 Password

Remove Windows 7 Password

Are you sure you want to remove your password? এর নিচের ঘরটিতে আপনার বর্তমান উইন্ডোজ পাসওয়ার্ড টি দিয়ে Remove Password এ ক্লিক করুন ।

এরপর আপনার কম্পিউটার রিস্টার্ট ( Re-Start) করে দেখুন, আর পাসওয়ার্ড চাইবেনা ।

Your Answer

10 + 13 =

error: Content is protected !!