এইচটিএমএল ফর্ম গুলোর মাধ্যমে ইউজার এর কাছ থেকে তথ্য নেয়া কিংবা সার্ভারে তথ্য পাঠানোর কাজে ব্যবহার হয় । পরবর্তিতে কেউ যদি ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, তাহলে HTML Form Eelements এর ধারনা রাখতে হবে আপনাকে ।
আমরা যে ফেসবুক ব্যবহার করি সেখানে প্রবেশ করার শুরুতেই যে ইউজান নেম ও পাসওয়ার্ড দেবার যে ঘর সেগুলো কিন্তু HTML Form দিয়েই তৈরি ।
এইচটিএমএল ফর্ম ভিডিও টিউটোরিয়াল