ডিফল্ট ভাবে background-image
property ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট বা পুনরাবৃত্তি করে আনুভুমিক(horizontally) ও উলম্ভ (vertically) ভাবে ।
CSS background-repeat
কিছু ছবি শুধুমাত্র অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে পুনরাবৃত্তি করা উচিত, অথবা সেগুলি অদ্ভুত দেখাবে, যেমন:
নিজের উদাহরন টি দেখুন
body { background-image: url('gradient_-bg1.jpg'); }
যদি উপরের ব্যাকগ্রাউন্ড চিত্রটি শুধুমাত্র অনুভূমিকভাবে (horizontally) পুনরাবৃত্তি করা হয়, (background-repeat: repeat-x;
), তাহলে পটভূমিটি আরও ভাল দেখাবে
body { background-image: url('gradient_-bg1.jpg'); background-repeat: repeat-x; }
টিপ: একটি ছবি উল্লম্বভাবে(vertically) পুনরাবৃত্তি করতে, সেট করুন background-repeat: repeat-y;
সিএসএস ব্যাকগ্রাউন্ড রিপিট no-repeat
যদি এমন হয় যে আপনি একবারের বেশি ব্যাকগ্রাউন্ড ইমেজ টি নিবেন না, অর্থাৎ যেনো পুনরাবৃত্তি বা Repeat না করতে চান, তাহলে ব্যবহার করতে হবে background-repeat: no-repeat;
body { background-image: url('water.png'); background-repeat: no-repeat; }