সিএসএস কমেন্টস (মন্তব্য ) গুলি ব্রাউজারে প্রদর্শিত হয় না, তবে তারা আপনার কোডটির ডকুমেন্টেশন অর্থাৎ কোন কোড কোন কাজের জন্য বা একটু বর্ণনা দেবার জন্য সহায়তা করতে পারে।
আমরা এইচটএমএল কমেন্ট ও শিখেছিলাম আর এখন শিখবো সিএসএস কমেন্টস
সিএসএস কমেন্টস (CSS Comments)
কমেন্টস বা মন্তব্যগুলি কোড ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয় । এবং পরে আপনি যখন আবার কোড গুলো এডিট করবেন তখন্য এই মন্তব্যগুলি আপনার কোড বুঝতে সাহায্য করবে ।
মন্তব্যগুলি ব্রাউজারগুলির দ্বারা উপেক্ষা করা হয় অর্থাৎ ব্রাউজারে প্রদর্শিত হয় না।
সিএসএস কমেন্ট গুলো <style> এলিমেন্ট এর ভেরতে লেখা হয় আর শুরু করা হয় /* এবং শেষ করা হয় */ দিয়ে ।
নিচের CSS Comments এর উদাহরন টি দেখুন
/* This is a single-line comment */ p { color: red; }
আপনি সিএসএস এর যে কোন জায়গায় কমেন্ট যোগ করতে পারেন
p { color: red; /* Set text color to red */ }
সিএসএস কমন্ট গুলো একাধিক লাইনেও লেখা যায়
/* This is a multi-line comment */ p { color: red; }
HTML এবং CSS Comments
আমরা এইচটিএমএল টিউটোরিয়াল এ শিখেছিলাম যে <!– .. –> এভাবে এইচটিএমএল কমেন্ট করা হয় ।
নিচের উদাহরনে আমরা এইচটিএমএল কমেন্ট ও সিএসএস কমেন্ট একসাথে ব্যবহর করেছি ।
<!DOCTYPE html> <html> <head> <style> p { color: red; /* Set text color to red */ } </style> </head> <body> <h2>My Heading</h2> <!-- These paragraphs will be red --> <p>Hello World!</p> <p>This paragraph is styled with CSS.</p> <p>CSS comments are not shown in the output.</p> </body> </html>