কালার থিওরি

বিভিন্ন রং কে মিশ্রিত করে এক বা একাধিক নির্দিষ্ট রঙ তৈরি করার পদ্ধতিই হল রঙ তত্ত্ব বা কালার থিওরি বলা হয় ।

আলোর মাঝেই সব রং । আর আলো ছাড়া রং হলো কলো।

কালার থিওরি কি?

কালার থিওরি হলো রং এর ক্যাটাগরি, সংজ্ঞা এবং ধারণাগুলির একটি সমন্বয় ।

আমরা এখানে ওয়েব ডিজাইন এর জন্য ব্যবহৃত কালার গুলো নিয়ে আলোচনা করবো ।

আমরা আগের পেজে ১৪০ টি কালার এর নাম দেখেছি। কিন্তু এদের প্রাথমিক বা প্রাইমেরি কালার ৩ টি: লাল সবুজ ও নীল ।

রঙ এর ধরন অনুসারে রং গুলোকে তিন ভাগে ভাগ করা যায় ।

  1. প্রাইমেরি কালার
  2. সেকেন্ডারি কালার
  3. টারসিয়ারি কালার

আবার মিডিয়ার ধরন হিসেবে কালার গুলো তিন নামে পরিচিত এবং এগুলো কে কালার সিস্টেম ও বলে ।

  1. ডিজিটাল মিডিয়ায় (ডিসপ্লে) ব্যবহৃত রং (RGB = Red, Green, Blue)
  2. প্রিন্ট মিডিয়াল ব্যবহৃত রং (CMY = Cyan, Magenta, Yellow)
  3. আর্টিস্ট ও পেইন্ট মিডিয়ায় ব্যবহৃত রং (RYB = Red, Yellow, Blue)

আলোর রং

স্যার আইজ্যাক নিউটন (Isaac Newton) এই তত্ত্বটি তৈরি করেছিলেন যে সমস্ত রঙ লাল, সবুজ এবং নীল আলোর মিশ্রণ। আর এই তিনটি রঙ হলো প্রাইমেরী রং ।

newton color theory
newton color theory

তবে তার ও আগে ১৭৬৬ সালে Moese Harris নামে একজন বিজ্ঞানী প্রথম প্রাইমেরী রং করেছিলেন লাল, হলুদ ও নীল । আর তাই পেইন্টার রা RYB কালার পদ্ধতি ব্যবহার করা শুরু করেন ।

তবে আমরা বর্তমান প্রাইমেরি কালার RGB নিয়েই কথা বলবো এবং এটি ই ওয়েব তথা ডিজিটাল মিডিয়া গুলোতে ব্যবহার হয় ।

প্রিন্টিং বা মুদ্রন শিল্প আসলে চার রং ব্যবহার করে আর সেটাকে বলা হয় CMYK :  Cyan, Magenta, Yellow, and Key (black).

মৌলিক রং বা প্রাইমেরি কালার

মৌলিক রং গুলো প্রধান রং সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো ।

অন্যান্য রঙগুলিকে একটি রঙ সিস্টেমের সাথে মিশ্রিত করে প্রাথমিক রঙগুলি উৎপাদন করা যায় না।

আলোর মৌলিক রং বা প্রাথমিক রঙগুলি হল লাল, সবুজ এবং নীল

RGB:
Red
Green
Blue

 

প্রিন্ট এর মৌলিক রং বা প্রাথমিক রঙগুলি হল সায়ান, ম্যাজেন্টা এবং হলুদ

CMY:
Cyan
Magenta
Yellow

 

পেইন্ট এর মৌলিক রং বা প্রাথমিক রঙগুলি হল লাল, হলুদ এবং নীল

RYB:
Red
Yellow
Blue

সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রঙ

দুটি মৌলিক রং মিশিয়ে তৈরি হয় সেকেন্ডারি (Secondary) কালার

কালার সিস্টেম ভেদে সেকেন্ডারি কালার ও হয় তিনটি

RGB (লাইট) কালার এর মিশ্রন

লাল সবুজ ও নীল রং গুলো মিশিয়ে যে সেকেন্ডারি রং গুলো তৈরি হয় সেগুলো হলো হলুদ, সায়ান এবং ম্যাজেন্টা

Red
+
Green
=
Yellow
Green
+
Blue
=
Cyan
Blue
+
Red
=
Magenta

 

CMY(প্রিন্ট) কালার এর মিশ্রন

হলুদ, সায়ান এবং ম্যাজেন্টা রং গুলো মিশিয়ে যে সেকেন্ডারি রং গুলো তৈরি হয় সেগুলো হলো লাল সবুজ ও নীল 

Cyan
+
Magenta
=
Blue
Magenta
+
Yellow
=
Red
Yellow
+
Cyan
=
Green

 

CMY এর প্রাথমিক রঙগুলি মিশ্রিত হয়ে তৈরি করে আলোর প্রাথমিক রঙ  RGB

RYB(পেইন্ট) কালার এর মিশ্রন

RYB র প্রাইমেরি কালার গুলো থেকে সেকেন্ডারি কালার হয় কমলা, সবুজ ও পারপাল

Red
+
Yellow
=
Orange
Yellow
+
Blue
=
Green
Blue
+
Red
=
Purple

 

টারসিয়ারি কালার বা তৃতীয় রঙ

কালার সিস্টেমে একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক রঙ মিশ্রিত করে তৃতীয় রঙগুলি তৈরি করা হয়।

টারসিয়ারি কালার সিস্টেমে  রং হয় ৬ টি

  1. Red-Orange
  2. Yellow-Orange
  3. Yellow-Green
  4. Blue-Green
  5. Blue-Purple
  6. Red-Purple

আমরা ওয়েব ডিজাইন এ RGB কালার নিয়ে কাজ করি ।

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *