এইচটিএমএল ইনটাইটেল

কিছু অক্ষর বা চিহ্ন এইচটিএমএল এ সংরক্ষিত আছে।

অক্ষর সত্তা বা ক্যারেকটার ইনটাইটেল

আপনি যদি লেস দেন (<)  কিংবা গ্রেটার দেন (>) সাইন গুলো আপনার টেক্সটে নিতে চান, ওয়েব ব্রাউজার সেগুলোকে ট্যাগ এর সাথে গুলিয়ে পেলতে পারে ।

এইচটিএমএল-এ সংরক্ষিত অক্ষর প্রদর্শন করতে অক্ষর সত্তা বা ইনটাইটেল ব্যবহার করা হয়।

একটি অক্ষর সত্তা বা ক্যারেকটার ইনটাইটেল দেখতে নিচের মতো

Plain text
Copy to clipboard
Open code in new window
EnlighterJS 3 Syntax Highlighter
&entity_name;
OR
&#entity_number;
&entity_name; OR &#entity_number;
&entity_name;

OR

&#entity_number;

লেস দেন (<) সাইন দেখানোর জন্য আমাদের অবশ্যই &lt; অথবা &#60; লিখতে হবে ।

ইনটাইটেল নেম ব্যবহারের সুবিধা: এন্টি নেম গুলো সহজেই মনে রাখা যায় ।

ইনটাইটেল নেম ব্যবহারের অসুবিধা:  ওয়েব ব্রাউজার সব এন্টিনেম চিনতে পারেনা । কিন্তু এন্টি নাম্বার গুলো সাপোর্ট করে সব ব্রাউজার ।

Non-breaking Space বা অবিচ্ছেদী ফাকা স্পেস

এইচটিএমএল এ সাধারনত একটির বেশি স্পেস নেয়না, আপনি যদি কোডে একাধিন স্পেস দিয়েও আসেন, সেটা ব্রাউজার এ একটি স্পেস হিসেবেই দেখাবে ।

কিন্তু আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করতে হবে &nbsp;

Plain text
Copy to clipboard
Open code in new window
EnlighterJS 3 Syntax Highlighter
<p>
we did not used a non-breaking space here
</p>
<p>
we &nbsp; &nbsp; used a non-breaking space here
</p>
<p> we did not used a non-breaking space here </p> <p> we &nbsp; &nbsp; used a non-breaking space here </p>
<p> 
  we         did not used a non-breaking space here
</p>
<p> 
  we &nbsp;  &nbsp;  used a non-breaking space here
</p>

নিজে চেষ্টা করুন

HTML এ প্রায়ই এই Non-breaking Space বা অবিচ্ছেদী স্থান &nbsp;  ব্যবহৃত হয় ।

একটি বিরতিহীন স্থান এমন একটি স্থান যা কোনও নতুন লাইনে বিভক্ত হবে না।

আপনি যদি ১০ টি স্পেস দেন HTML Code এ দেখবেন ৯ টি আসেনি, এসেছে মাত্র একটি । কিন্তু আপনি যদি &nbsp;  ব্যবহার করেন, তাহলে সবকয়টি ই থাকবে ।

প্রায়ই ব্যবহৃত হয় এমন কিছু অক্ষর সত্তা বা ক্যারেকটার ইনটাইটেল

চিহ্নবর্ননাএন্ট্রি নেমএন্ট্রি নাম্বার
Non-breaking Space – অবিচ্ছেদী ফাকা স্পেস&nbsp;&#160;
<less then – ক্ষু্দ্রতর&lt;&#60;
>greater then – বৃহত্তর&gt;&#62;
&ampersand – অ্যাম্পারস্যান্ড বা এবং চিহ্ন&amp;&#38;
double quotation mark&quot;&#34;
single quotation mark (apostrophe)&apos;&#39;
¢cent&cent;&#162;
taka&#2547;
£pound&pound;&#163;
¥yen&yen;&#165;
euro&euro;&#8364;
©copyright&copy;&#169;
®registerd trademark&reg;&#174;

এন্ট্রি নেম গুলো কেস সেনসেটিভ হয়

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *