আপনার কিবোর্ডে নেই এমন চিহ্ন / সিমবল / প্রতীক গুলো ওযেব পেজে যুক্ত করার জন্য HTML Symbols গুলো কাজে লাগে ।
এইচটিএমএল সেম্বল এন্ট্রি
এইচটিএমএল এন্ট্রি নিয়ে এর আগেই আলোচনা করেছি আমরা এইচটিএমএল ইনটাইটেল এ ।
অনেক ম্যাথমেটিকাল, টেকনিকাল এবং মুদ্রা সেম্বল গুলো সাধারন কিবোর্ড এ থাকেনা ।
সেই ধরনের সেম্বল বা চিহ্নগুলো এইচটিএমএল পেজে যোগ করতে পারেন আপনি এন্ট্রি নেম কিংবা এন্ট্রি নাম্বার ব্যবহার করে।
উদাহরণ
<p>I will display €</p> <p>I will display €</p> <p>I will display €</p>
যা দেখতে নিচের মত হবে
I will display €
I will display €
I will display €
দেখুন, € সাইন টি তিন ভাবে ই প্রকাশ করা গেছে।
কিছু Mathematical Symbols নিচে দেওয়া হল
ক্যারেকটার | নাম্বার | এন্ট্রি | বর্ণনা |
∀ | ∀ | ∀ | For All |
∂ | ∂ | ∂ | PARTIAL DIFFERENTIAL |
∃ | ∃ | ∃ | THERE EXISTS |
∅ | ∅ | ∅ | EMPTY SETS |
∇ | ∇ | ∇ | NABLA |
∈ | ∈ | ∈ | ELEMENT OF |
∉ | ∉ | ∉ | NOT AN ELEMENT OF |
∋ | ∋ | ∋ | CONTAINS AS MEMBER |
∏ | ∏ | ∏ | N-ARY PRODUCT |
∑ | ∑ | ∑ | N-ARY SUMMATION |
গণিত এর আরো সেম্বল আছে যা আমরা পরে আলোচনা করবো।