HTML Link গুলো ভিজিট করা হয়েছে কিনা তার উপর ভিন্য রং দেখাতে পারে । আবার লিংক এর উপর মাউচ নিয়ে গেলেও ভিন্য রং দেখানো যায় ।
ডিফল্ট লিংক কালার বৈশিষ্ট্য গুলো
ডিফল্ট ভাবে একটি লিংক সব ওয়েব ব্রাউজার এ নিচের বৈশিষ্ট গুলো নিয়ে প্রদর্শিত হবে
- যে লিংক টি ভিজিট করা হয়নি সেটার নিচে আন্ডার লাইন থাকবে এবং রং হবে নীল
- যে লিংক টি ভিজিট করা হয়েছে সেটার নিচে আন্ডার লাইন থাকবে এবং রং হবে পারপাল
- যে লিংক টি একটিভ, অর্থাৎ আপনি ক্লিক করেছেন কিংবা ধরে আছেন, সেটার নিচে আন্ডার লাইন থাকবে এবং রং হবে লাল
আমরা এই বৈশিষ্ট গুলো করে নিতে পারি CSS ব্যবহার করে ।
নিচের উদাহরণ এ যে লিংক ভিডিট করা হয়নি সেটি কোনও আন্ডারলাইন ছাড়াই সবুজ হবে। সিলেক্টর হয় a:link
<style> a:link { color: green; background-color: transparent; text-decoration: none; } </style>
নিচের উদাহরণ এ যে লিংক ভিডিট করা হয়েছে সেটি কোনও আন্ডারলাইন ছাড়াই সবুজ হবে। সিলেক্টর হয় a:visited
<style> a:visited{ color: pink; background-color: transparent; text-decoration: none; } </style>
নিচের উদাহরণ এ যে লিংকটির উপর মাউচ নিয়েছেন সেটির নিচে আন্ডারলাইন সহ লাল হবে। সিলেক্টর হয় a:hover
<style> a:hover{ color: red; background-color: transparent; text-decoration: underline; } </style>
নিচের উদাহরণ এ যে লিংক ক্লিক করা হয়েছে করা হয়েছে কিংবা ক্লিক করে ধরে আছেন সেটির নিচে আন্ডারলাইন সহ হলুদ হবে। সিলেক্টর হয় a:active
<style> a:active{ color: yellow; background-color: transparent; text-decoration: none; } </style>
সবগুলো একসাথে করলে দাড়ায়
<style> a:link { color: green; background-color: transparent; text-decoration: none; } a:visited { color: pink; background-color: transparent; text-decoration: none; } a:hover { color: red; background-color: transparent; text-decoration: underline; } a:active { color: yellow; background-color: transparent; text-decoration: underline; } </style>
লিংক এর বাটন
HTML লিংক গুলোকে বাটন ও করা যায় CSS ব্যবহার করে । নিচের বাটন টি দেখুন
a { background-color: blueviolet; color: white; padding: 15px 25px; text-align: center; text-decoration: none; display: inline-block; } a:hover { background-color: DeepPink; }
CSS tutorial এ আমরা আরো বিস্তারিত শিখবো