কক্সবাজার জেলা সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫

আজ ১৭ ফেব্রুয়ারী, ২০২৫; সোমবার । আজকের সেহরি ও ইফতারের সময়সূচী দেখে নিন নিচের টেবিল থেকে । কক্সবাজার জেলার সেহরি ও ইফতারের সময়সূচী । আপনি কক্সবাজার জেলার বাইরে হলে উপর থেকে আপনার জেলা নির্বাচন করুন ।

২০২৫ সালের রমজান মাস এখন ও শুরু হয়নি । তাই আজকের ও আগামীকাল এর রোজার সময়সুচি ও নামাজের সময়সুচি নামাজের ক্যালেন্ডার অনুসারে দেয়া হলো ।

রোজা কত তারিখে ২০২৫

গত ২৭/১/২৫ এ ইসলামিক ফাউন্ডেশন এর আগামী রোজা কে সময় সূচি প্রকাশ করা হয়েছে । সেই মোতাবেক আগামী পহেলা মার্চ হবে প্রথম তারাবি। এবং দিবাগত রাতে অর্থাৎ রোজ বরিবার শুরু হতে পারে ২০২৫ সালের রোজা । এটি আনুমান মাত্র, কারন রোজা নির্ভর করে চাদ দেখার উপর। অর্থাৎ রমজানমাসের চাদ যেদিন উঠবে, সেদিন রাত থেকে রমজান মাস শুরু ।

সম্ভাব্য রোজা শুরুর তারিখ ০২/০৩/২০২৫ ইং অর্থাৎ মার্চ এর ২ তারিখ রোজ রবি বার থেকে রমজান শুরু হবার সম্ভাবনা হয়েছে ।

নামায ও রোযার স্থায়ী সময়সূচী মোতাবেক আজকের অন্যান্য নামাজ এর সময়সূচী

আপনার উপজেলা / থানার Sahri Iftar Time এর তথ্য দেখতে খুজে নিন আপনার উপজেলার নাম

কক্সবাজার জেলার উপজেলা সমুহ

কক্সবাজার জেলার মোট উপজেলা আছে 9 টি । উপজেলার নামগুলো হলো :
কক্সবাজার সদর (Coxsbazar Sadar) চকরিয়া (Chakaria) কুতুবদিয়া (Kutubdia) উখিয়া (Ukhiya) মহেশখালী (Moheshkhali) পেকুয়া (Pekua) রামু (Ramu) টেকনাফ (Teknaf) ঈদগাঁও (Eidgaon)

কক্সবাজার জেলার ১৪৪৬ হিজরী বা ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার

ইসলামিক ফাউন্ডেশন ২০২৫ ( ১৪৪৬ হিজরী ) সালের রোজার ক্যালেন্ডার এখনও পাওয়া যায়নি, পাওয়ার পর পরই আমরা আপডেট করবো । আমরা নামাজের স্থায়ী ক্যালেন্ডার মোতাবেক প্রতি জেলার ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার আপডেট করেছি কিভাবে.কম এ ।

Note: ঢাকা থেকে কক্সবাজার জেলার সেহরি-র সময় পার্থক্য -8 মিনিট এবং ইফতারের সময় পার্থক্য -5 মিনিট যা নিচের ক্যালেন্ডার এ যোগ বা বিয়োগ করেই দেয়া আছে। Calendar Link: kivabe.com/ramadan/

রমজানমার্চবারসাহরীর সতর্কতামূলক
শেষ সময়
ফজরের ওয়াক্ত
শুরু
ইফতারের
সময়
রহমতের ১০ দিনkivabe.com/ramadan/
০১ ০২ মার্চ রবি ৪:৫৬ am ৪:৫৭ am ৫:৫৭ pm
০২ ০৩ মার্চ সোম ৪:৫৫ am ৪:৫৬ am ৫:৫৮ pm
০৩ ০৪ মার্চ মঙ্গল ৪:৫৪ am ৪:৫৫ am ৫:৫৮ pm
০৪ ০২ মার্চ রবি ৪:৫৩ am ৪:৫৪ am ৫:৫৯ pm
০৫ ০৬ মার্চ বৃহস্পতি ৪:৫২ am ৪:৫৩ am ৫:৫৯ pm
০৬ ০৭ মার্চ শুক্র ৪:৫১ am ৪:৫২ am ৬:০০ pm
০৭ ০৮ মার্চ শনি ৪:৫০ am ৪:৫১ am ৬:০০ pm
০৮ ০৯ মার্চ রবি ৪:৪৯ am ৪:৫০ am ৬:০১ pm
০৯ ১০ মার্চ সোম ৪:৪৮ am ৪:৪৯ am ৬:০১ pm
১০ ১১ মার্চ মঙ্গল ৪:৪৭ am ৪:৪৮ am ৬:০১ pm
মাগফিরাতের ১০ দিনkivabe.com/ramadan/
নাজাতের ১০ দিনkivabe.com/ramadan/

উপরের সেহেরির সময় সূচি ও ইফতারের সময়সূচি -র তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশ করা সময়সূচী থেকে। চাইলে সেটিও দেখে নিতে পারেন এই লিংক থেকে

আর ২৮.০৬.১৯৯৩ খ্রি. তারিখে প্রনীত ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচি নির্ধারণ কমিটি কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা ১৪৪৩ হিজরী ( ২০২২ খ্রি. ) সাহরী ও ইফতার এর ক্ষেত্রে ঢাকার সময়ের সাথে কক্সবাজার জেলার সেহেরি এবং ইফতারের সময়সূচির সময়ের পার্থক্য উপরের টেবিলে অটো যোগ হয়ে গেছে ।

2025 সালের রোজার সময়সূচি

আমরা প্রতিবারের মতো এবারের 2025 সালের রোজার সময়সূচি কে ও তিন ভাগে ভাগ করেছি যা উপরের রোজার সময়সূচি তে দেখতে পাচ্ছেন । হাদিস শরিফ এ এসেছে, রমজান মাসের প্রথম ১০ দিন হল রহমত এর দশ দিন, মাঝের ১০ দিন হল মাগফিরাত এর দশ দিন এবং শেষের ১০ দিন হল নাজাত এর দশ দিন ।

রমজান মাসের সময় সুচীর পাশাপাশি আমরা পাচ ওয়াক্ত নামাজের সময় সুচি নিয়েও কাজ করেছি। আর সেই সময়সূচি ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচি এর সাথে মিল রেখে অর্থাৎ সেটি থেকেই প্রতি জেলার জন্য আলাদা আলাদা নামাজের ক্যলেন্ডার তৈরি করেছি । দেখে নিন পাচ ওয়াক্ত নামাজের সময়সূচি