ইউটিউব ভিডিও কোয়ালিটি জানা প্রয়োজন
প্রায় প্রতিটি স্মার্টফোন ইউজার এবং কম্পিউটার ইউজার ইউটিউব ব্যবহার করেন । তবে সমস্যায় পড়তে হয় লো ব্যান্ডুইথ কিংবা কম মেগাবাইটের ডাটা প্যাক কেনা থাকলে । ঠিক সেই সময়টায় আপনাকে ইউটিউব ভিডিও কোয়ালিটি মেইনটেইন করে ভিডিও চালাতে হতে পারে ।
ইউটিউব ভিডিও কোয়ালিটি মেইনটেইন করে প্রয়োজন মতো ভিডিও চালালে খুব কম খরচেও আপনি ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন । ধরুন আপনি শুধু গান শুনবেন যা ইউটিউবে প্লে হবে, এবার ভিডিও কোয়ালিটি লো হলেও আপনি সাউন্ড ঠিকই পাবেন এবং আপনার ডাটা খরচ ও কম হবে ।
চলুন আজ আমরা আপনাকে বিভিন্ন ডিভাইসে কিভাবে ইউটিউব ভিডিওর মান পরিবর্তন করতে হবে তা দেখাব।
আমরা ওয়েব ব্রাউজার ও মোবাইল ফোনের ইউটিউব অ্যাপ এর জন্য আলোচনা করবো । যাতে আপনি আপনার প্রয়োজন মত ইউটিউব ভিডিও কোয়ালিটি মেইনটেইন করে ভিডিও এবং অডিও উপভোগ করতে পারেন ।
মোবাইল ইউটিউব অ্যাপ এ ভিডিও কোয়ালিটি
আপনার অ্যান্ডয়েড ফোনে ইউটিউব অ্যাপ টি চালু করুন । এরপর যে ভিডিও টি দেখছেন, সেটার কোয়ালিটি বদল করতে ভিডিও সেটিং এ ক্লিক করুন ।
এবার নিচের মতো আসবে
উপরের ছবিতে লাল মার্ক করা অংশটি ভিডিওটির বর্তমান রেজুলেশন দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে আপনি ভিডিওর রেজুলেশন বা কোয়ালিটি বদল করার অপশন পাবেন । Quality সেটিংস এ ক্লিক করার পর নিচের মতো আসবে ।
নিচের ছবিতে হলুদ লাইনের উপরের অংশটি পড়লে বুঝতে পারবেন যে এই অংশে শুধু বর্তমান ভিডিওর কোয়ালিটি ই বদল হয় । আর ডিফল্ট ভাবে যে সেটিংস টি সেট করা আছে, সেটি Auto এবং এই সেটিংস এ আপনার নেট স্পিড এর উপরে নির্ভর করে ভিডিও কোয়ালিটি অটো বদল হয় ।
একদম নিচের অংশের বিষয় অর্থাৎ Video Quality Preferences নিচে একটু পরে আলোচনা করছি । এটি আসলে সব ভিডিও র কোয়ালিটি ঠিক করে দেয় যা সবসময় আমরা না ও চাইতে পারি ।
তো, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ৪ ধরনের যেখানে উপরের তিনটি দেখেই বোঝা যাচ্ছে যে। আগেই বলেছি Auto (recommended) আপনার নেট স্পিড এর উপর নির্ভর করে ঠিক করে কেমন হবে কোয়ালিটি ।
কিন্তু আপনার ডাটার পরিমান ও নেট স্পিড ভালো হলে সে সেটা বুঝবেনা । এই ক্ষেত্রে আপনাকে Data Saver নির্বাচন করতে হবে যাতে আপনার কেনা সীমিত মেগাবাইট কম খরচ হয় ।
Advanced Video Quality settings
Advanced অর্থাৎ একটি নির্দিষ্ট ভিডিও রেজুলেশন ঠিক করে দেবার জন্য Advanced এ ক্লিক করুন । এখানে ক্লিক করার পর নিচের মতো পাবেন ।
উপরের ছবিতে দেখতে পাচ্ছি 144p থেকে 1080p পর্যন্ত। 144p হচ্ছে সবচেয়ে লো রেজুলেশন এর ভিডিও, তবে উপরের দিকে 1080p এর পরিবর্তে ও থাকতে পারে ভিডিওর সর্বচ্চ কোয়ালিটির উপরে নির্ভর করে । কোন কোন ভিডিওর ক্ষেত্রে 720p আবার কোন কোন ভিডিওর ক্ষেত্রে 4320p (8K video) পাবেন ।
সেটিংস সব ইউটিউব ভিডিওর জন্য Video Quality Preferences
এবার ধরুন এখন থেকে সব ভিডিও একই কোয়ালিটি মেইনটেইন করে প্লে হবে এমন চাইছেন । সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ এ আপনার প্রফাইল পিকচার এর উপরে ক্লিক করুন ।
এর পর সেটিংস এ যান ।
এর পরে যান Video Quality Preferences এ
এবার পেয়ে যাবেন সেটিংস ঠিক করে দেবার জায়গা । এখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও কোয়ালিটি ঠিক করে নিন ।
এই জায়গা থেকে Mobile Data ও WIFI এর জন্য ঠিক করে নিন আপনার সেটিংস । এবং এই সেটিংস টি সব ভিডিও গুলোর জন্যই কাজ করবে নতুন করে বদল না করা পর্যন্ত ।
কম্পিউটার ব্রাউজারে ইউটিউব ভিটিও কোয়ালিটি সেটিংস
আপনার কম্পিউটার এ যে কোন ওয়েব ব্রাউজার এ YouTube.com ওপেন করে নিন। যে কোন একটি ভিডিও প্লে করে নিন। এবার ভিডিও কন্ট্রলবার এর ডানপাশে সেটিংস / গিয়ার আইকন এ ক্লিক করুন ।
এবার Quality তে ক্লিক করলে নিচের মতো আসবে । সেখান থেকে আপনার পছন্দ মতো নির্বাচন করে নিন ।
এই পদ্ধতি টি চলমান ভিডিও টির জন্য সেট হলো । এবং এখানেও ইউটিউব আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভর করে কোয়ালিটি অটো সেট করে যদি আপনি না বদল করেন ।
আশা করি আপনি নিজেও এখন থেকে আপনার প্রয়োজন মতো ভিডিও উপভোগ করতে পারবেন।