ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

ইউটিউব (Youtube), নামটা শুনলেই মনে পড়ে যায় লক্ষ লক্ষ, কোটি কোটি ভিডিওর একটি সাইটের কথা। এহেন কোনো ভিডিও নেই যা এখানে পাওয়া যায় না। বেশ অনেক বছর ধরেই ভিডিও সাইটের মধ্যে একচ্ছত্র আধিপত্য ‘ধরে রেখেছিল’ ইউটিউব। ‘ধরে রেখেছিল’ এই শব্দদ্বয় ব্যবহারের কারণ হলো, বর্তমানে বিপুল জনপ্রিয় শর্ট ভিডিওর সাইট/এ্যাপ টিকটক। ইউটিউবকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে এই এ্যাপটি। সারা বিশ্বে টিকটকের এখন ১.৩৯ বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন, যার মধ্যে ১ বিলিয়ন ব্যবহারকারী মাসে একবার হলেও এই এ্যাপটিতে ঢু মারেন। তাহলে বুঝতেই পারছেন কেন শব্দদ্বয় ব্যবহার করেছি।


যাইহোক, ২০২১ সালে টিকটককে টেক্কা দিতেই একটি ফিচার এনেছিল গুগলের মালিকানা প্রতিষ্ঠান ইউটিউব। সেটা হলো ইউটিউব শর্টস। বর্তমানে ইউটিউব শর্টস খুবই জনপ্রিয় একটি ফিচার হয়ে উঠেছে। টিকটকের মতো শর্টস ভিডিও তৈরি করে আপলোড করা যায় এতে। সব বয়সী নারী-পুরুষের কাছে এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সমস্যা হলো শর্টস ভিডিওগুলো একবার দেখা হয়ে গেলে তা আর ফোনে ডাউনলোড করে রাখা যায় না। আর আজকের পোস্টটি এই সমস্যার সমাধানের জন্যই। আপনি চাইলে ইউটিউব শর্টস ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন। পরে ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। (অবশ্যই, কপিরাইটের বিষয়টি মাথায় রাখবেন।)

চলুন তাহলে একটি সহজ পদ্ধতি অনুসরণ করে আপনার পছন্দের ইউটিউব শর্টগুলো কিভাবে ডাউনলোড করে রাখতে পারবেন তা জেনে নেই।

আমরা নিচে ডেক্সটপেও ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড এর পদ্ধতি দেখিয়েছি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করবেনঃ

১। প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গিয়ে ইউটিউব অ্যাপ খুলুন। যে কোন একটি সর্ট ভিডিও ওপেন করুন । অথবা যে ভিডিও টি আপনি ডাউনলোড করতে চাইছেন , সেটি ওপেন করুন ।

share YouTube shorts

share YouTube shorts

২। এবার একটি ইউটিউব শর্টস ভিডিওটি চালিয়ে সেটির শেয়ার বোতামে ক্লিক করুন।

Copy link to share

Copy link to share

৩। ভিডিওর শেয়ার লিঙ্কটি কপি করে নিন। কপি করার জন্য Copy link অপশনে ক্লিক করুন।

৪। এবার গুগল ক্রোম বা যেকোনো ব্রাউজারে গিয়ে https://heatfeed.com/youtube-shorts-downloader/ এই লিঙ্কটি ব্রাউজ করুন। তাহলে নিচের ছবির মতো একটি ওয়েব পেজ ওপেন হবে।

HeatFeed এর ওয়েব পেজটি ওপেন হয়ে গেলে সেখানে আপনার কপি করা লিংক টি বসিয়ে দিয়ে Convert বাটনে চাপুন।

convert YouTube Short Video

convert YouTube Short Video

৫।  এখন আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটার একটা থাম্বনেইল দেখতে পাবেন। সেটির নিচে ছবিতে দেখানো ডাউনলোড চিহ্নটিতে ক্লিক করুন।

Short Video Download

Short Video Download

৬। এখন বিভিন্ন ফরম্যাটে কনভার্ট হয়ে ভিডিওটি ডাউনলোডের অপশন আসবে। আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন।

Download as you need

Download as you need

এর এটি আপনাআপনি ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

কম্পিউটার এ কিভাবে শর্ট ভিডিও ডাউলোড করবেন ?

আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় । ঠিক একই নিয়মে আপনি শর্ট ভিডিও ও ডাউনলোড করতে পারবেন আপনার কম্পিউটার এ ।

তো শুরুতেই আপনি যে সর্ট ভিডিও টি ডাউনলোড করতে চান, সেটি ওপেন করে নিন যে কোন ওয়েব ব্রাউজার এ ।

edit YouTube video link to download

edit YouTube video link to download

এরপর লিংকটির YouTube এর ঠিক আগে SS বসিয়ে দিয়ে Enter চাপুন ।

add ss before YouTube

add ss before YouTube

এরপর যে পেয়ে নিয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিন ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!