কিভাবে আমার নাম্বার দিয়ে অন্যরা কল করে?
মাঝে মাঝে দেখা যায় পরিচিত নাম্বার থেকে ফোন কল আসে, এবং কিছু instruction দেয়। আর সেগুলো follow করতে গিয়ে অনেকে পড়েন বিপদে। 🙁 , বিশেষ করে bKash বা Mobile Banking এ ব্যবহার করা number গুলোতে বেশি এই সমস্যা হয়। কারন বেশির ভাগ সময় ই এই কল গুলো করে অসাধু উদ্দেশ্যে। আর সাধারন মানুষ না বুঝে পড়েন বিপদে। আবার এমন ও হয় যে আমার নাম্বার দিয়ে অন্যরা কল করে! আসলে ই চিন্তার বিষয়! কিভাবে করে? চলুন দেখে নেয়া যাক সম্ভাব্য পদ্ধতি গুলো..
আমার নাম্বার কিভাবে ব্যবহার হতে পারে
ইন্টারনেট এ আজ কালঅনেক application পাওয়া যায় যা দিয়ে কল করা যায়, যেমন skype, imo, viber এই রকম আরো বেশ কিছু। এই অ্যাপলিকেশন গুলো দিয়ে অপর প্রান্তের একই সফটওয়্যার যুক্ত internet enable device এ কল করা যায় ফ্রি। তবে এই সফটওয়্যার গুলো দিয়ে অফলাইনে ( ইন্টারনেট ছাড়া ) ও কাজ করে, সে ক্ষেত্রে টাকা লাগে এবং কল করা যায় যে কোন নাম্বারে। অফলাইন এ কল করার সময় নাম্বার সেট করা যায়, যাতে করে অপর প্রান্তের কে কল করল দেখা যায়।
পুরোপুরি ভেরিফিকেশন ছাড়া নাম্বার এড করা যায়না, তবে শেষের ডিজিট গুলো অনায়াসে যোগ করাযায়। Skype-এ এ ধরনের ব্যবস্থা আছে । নাম না জানা আরো এ রকম এপ্লিকেশন থাকতেই পারে এ ধরনের ব্যবস্থা সহ।
আমাদের কি করা উচিৎ
এ সময় গুলোতে অনেকেই চিন্তায় পড়ে যান কি করা উচিৎ। অনেক সময় লোভনিও অফার করে টাকা চাওয়া হয় কিংবা কিছু নির্দেশনা পালন করতে বলা হয়। আবার অনেক সময় পরিচিত নাম্বার থেকে ফোন করে কারো বিপদের কথা বলে টাকা চাওয়া হয়। যদি দেখেন যে সন্দেহ জনক কিছু ঘটছে, কলটি কেটে দিয়ে আপনিই কল করে দেথুন, কি অবস্থা । তবে অফারের বিষয়ে কলগুলো প্রায়ই ধোকাবাজির জন্যই হয় । প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার করলেই এর সুফল পাওয়া সম্বব, কিছু মানুষ রুপি অমানুষ প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ক্ষতি করতে তৎপর থাকে । সবায় ভালো থাকবেন আর সাবধানে থাকবেন । আজ এ পর্যন্তই …
এটা কি সম্ভব্য
পুরোপুরি না, অনেকটা সম্ভব. অাবার মাঝে মাঝে SIM ক্লোন হয়!!!