ফেসবুক মেনশন যন্ত্রনা থেকে মুক্তির উপায়
@everyone বা @friends ফেসবুকের মহা যন্ত্রণার এক নাম। গ্রুপের কোনো পোস্টে বা আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের এই @everyone আর @friends ট্যাগের জ্বালায় এখন নোটিফিকেশন চেক করাই দায় হয়ে দাঁড়িয়েছে। নোটিফিকেশন ট্যাবে এখন ঢুকায় যায় না এই ট্যাগের আর ম্যানশনের জ্বালায়। তবে চিন্তার কিছু নেই। আজ আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে @everyone বা @friends এর ম্যানশনের অত্যাচার থেকে কিভাবে বাঁচবেন।
কিভাবে @everyone বা @friends ম্যানশন রিমুভ করবেন?
নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার ফেসবুক এ্যাপের ডানদিক কর্ণারে আপনার প্রফাইল পিকচারের আইকনে ক্লিক করুন।
![প্রফাইল পিকচারের আইকনে ক্লিক করুন](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-Profile-menu.jpg)
প্রফাইল পিকচারের আইকনে ক্লিক করুন
২। এরপর নিচের দিকে স্ক্রল করে নামুন। তারপর “Settings & Privacy” অপশনে ক্লিক করুন।
![Profile Settings & Privacy](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-profile-settings-and-privacy.jpg)
Profile Settings & Privacy
৩। এরপর সবার উপরের দিকের ‘Settings’ অপশনে ক্লিক করুন।
![Facebook profile settings](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-profile-settngs.jpg)
Facebook settings
৪। তারপর আপনার Profile অপশনের মধ্যে “Profile settings’ অপশনে ক্লিক করুন।
![Facebook profile settings](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-profile-settngs-2.jpg)
Facebook profile settings
৫। তারপর Notifications অপশনের মধ্যে থেকে “Notification settings” এ ক্লিক করুন।
![Facebook notification settings](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-notification-settings.jpg)
Facebook notification settings
৬। এবার What notifications you receive অপশনের মধ্যে “Tags” অপশনটিতে ক্লিক করুন।
![Facebook tag settings](https://kivabe.com/wp-content/uploads/2022/10/Facebook-tag-settings.jpg)
Facebook tag settings
৭। তারপর স্ক্রল করে নিচের দিকে নামুন। সেখানে আপনি Receive notifications for নামের একটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে “Batch @everyone mentions” নামের একটি অপশন আছে। সেটি যদি চালু করা অবস্থায় থাকলে নিচের ছবির মতো নীল হয়ে থাকবে।
![Facebook tags](https://kivabe.com/wp-content/uploads/2022/10/faceook-tags.jpg)
Facebook tags
৮। সবশেষে সেই অপশনটি বন্ধ করে দিন।
ব্যস, হয়ে গেলো। এখন আর কেউ আপনাকে বিরক্তিকরভাবে সব জায়গায় ম্যানশন করতে পারবে না। আশাকরি পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ।