ফেসবুক মেনশন যন্ত্রনা থেকে মুক্তির উপায়
@everyone বা @friends ফেসবুকের মহা যন্ত্রণার এক নাম। গ্রুপের কোনো পোস্টে বা আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের এই @everyone আর @friends ট্যাগের জ্বালায় এখন নোটিফিকেশন চেক করাই দায় হয়ে দাঁড়িয়েছে। নোটিফিকেশন ট্যাবে এখন ঢুকায় যায় না এই ট্যাগের আর ম্যানশনের জ্বালায়। তবে চিন্তার কিছু নেই। আজ আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে @everyone বা @friends এর ম্যানশনের অত্যাচার থেকে কিভাবে বাঁচবেন।
কিভাবে @everyone বা @friends ম্যানশন রিমুভ করবেন?
নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার ফেসবুক এ্যাপের ডানদিক কর্ণারে আপনার প্রফাইল পিকচারের আইকনে ক্লিক করুন।
২। এরপর নিচের দিকে স্ক্রল করে নামুন। তারপর “Settings & Privacy” অপশনে ক্লিক করুন।
৩। এরপর সবার উপরের দিকের ‘Settings’ অপশনে ক্লিক করুন।
৪। তারপর আপনার Profile অপশনের মধ্যে “Profile settings’ অপশনে ক্লিক করুন।
৫। তারপর Notifications অপশনের মধ্যে থেকে “Notification settings” এ ক্লিক করুন।
৬। এবার What notifications you receive অপশনের মধ্যে “Tags” অপশনটিতে ক্লিক করুন।
৭। তারপর স্ক্রল করে নিচের দিকে নামুন। সেখানে আপনি Receive notifications for নামের একটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে “Batch @everyone mentions” নামের একটি অপশন আছে। সেটি যদি চালু করা অবস্থায় থাকলে নিচের ছবির মতো নীল হয়ে থাকবে।
৮। সবশেষে সেই অপশনটি বন্ধ করে দিন।
ব্যস, হয়ে গেলো। এখন আর কেউ আপনাকে বিরক্তিকরভাবে সব জায়গায় ম্যানশন করতে পারবে না। আশাকরি পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ।