রমজানের সময় সূচি 2025
বরাবরের মতো এবার ও রমজানের সময় সূচি 2025 নিয়ে আমরা কাজ করেছি । আর ইসলামিক ফাউন্ডেশন থেকেও রমজানের সময়সূচী ২০২৫ প্রকাশ করা হয়েছে । রমজান মাস মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন মাস।
গত ২৭ জানুয়ারি ২০২৫ এর রমজানের সময় সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন এবং সেই মোতাকেক আগামী ০২ মার্চ ২০২৫ থেকে শুরু হবে এবারের রমজান ইনশাআল্লাহ । তবে এটি চাঁদ দেখার উপর নির্ভর করে ।

রমজানের সময় সূচি 2025
রমজানের সময় সূচি 2025
আমাদের প্রতিদিনের সেহরী ও ইফতারের সময়সুচী সহ আগামী রমজানের ক্যালেন্ডার টি পাবেন kivabe.com/ramadan/ এ যেখানে আপনি আপনার থানা কিংবা উপজেলার সময় সুচী ও পেয়ে যাবেন।
আপনি আপনার থানার সময়সুচি ও দেখে নিতে পারেন আমাদের থানা লিষ্ট থেকে ।
প্রতিদিনের সেহরি ইফতার সময়
এবারের প্রকাশিত রমজান সময়সুচি ২০২৫ টি নিচে ছবি আকারে দেয়া হলো । এই ক্যালেন্ডার টি ডাউনলোড করে নিতে পারেন @ https://file.kivabe.com/download/islamic-foundation-ramadan-calendar-2025-download/ থেকে এবং এটি একটি পিডিএফ ফাইল ।

Islamic foundation Ramadan calendar 2025
সেহরি ও ইফতারের সময়
সেহরির সময় শুরু হয় মধ্যরাতের পর এবং শেষ হয় সুবহে সাদিকের আগে। ইফতারের সময় হলো সূর্যাস্তের পরপরই। সঠিক সময়সূচি মানতে প্রতিটি মুসলমানের জন্য সময়সূচি সম্পর্কে অবগত থাকা জরুরি। প্রতিটি এলাকার সময়সূচি বিভিন্ন হতে পারে, তাই স্থানীয় সময় অনুযায়ী সময় মেনে চলা প্রয়োজন।
রমজানের প্রতিদিনের রুটিন
রমজানের সময়সূচি অনুযায়ী প্রতিদিনের রুটিন এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি রোজা যথাযথভাবে পালন করা যায়। সাধারণত, সেহরি খাবার পরে ফজরের নামাজ পড়া হয়, এর পর দিনের কাজকর্ম শুরু হয়। দুপুরের সময়ে যোহরের নামাজ, বিকালে আসরের নামাজ এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইফতার করা হয়।
প্রতিদিনের নামাজের সময়সুচি পেতে দেখে নিতে পারেন https://kivabe.com/namaz/
রমজানের সময়সূচি সম্পর্কে সচেতনতা
রমজানের সময়সূচি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি এলাকায় মসজিদ ও ইসলামিক সেন্টার থেকে সময়সূচি বিতরণ করা হয়। এছাড়াও, বিভিন্ন ইসলামিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট থেকে সময়সূচি পাওয়া যায়।
রমজানের সময়সূচি মেনে রোজা পালন করলে মুসলমানদের জীবন আরও সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতায় পরিণত হয়। এই মাসের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ থাকে এবং একজন মুসলমানের জন্য এটি আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময়।
রমজানের এই পবিত্র মাসে সবাইকে সময়সূচি মেনে রোজা পালনে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন।