রেড আই টুলের ব্যবহার – Red Eye Tool – Photoshop 22
অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি তোলার পর চোখের কালো অংশটি লাল হয়ে যায় । বিশেষ করে আমরা যখন রাতের বেলা মোবাইল ফোনের কিংবা ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলতে যাই, তখন ক্যামেরার ফ্ল্যাশ দ্বারা চোখ লাল বর্ণের হয়ে যায় । আর এই ফ্ল্যাশ দ্বারা সৃষ্ট লাল বর্নের প্রতিফলনকে চোখ থেকে অপসারন করার জন্য আমরা ফটোশপ থেকে Red Eye Tool ব্যবহার করতে পারি। তো চলুন নিচের অংশে দেখে নেই, রেড আই টুলের ব্যবহার ।
আমরা আগের পোস্টে আলোচনা করেছি প্যাচ টুলের ব্যবহার । আর আজকে শিখবো ফটোশপে রেড আই টুল ব্যবহার করে কিভাবে চোখের লাল দূর করা যায় ।
রেড আই টুল (Red Eye Tool):
রেড আই টুল ব্যবহার করে চোখের লাল বর্ণ দূর করা যায় । প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে ফটোশপ প্রোগ্রাম চালু করুন । ফটোশপ প্রোগ্রাম চালু করা হয়ে গেলে, Ctrl + O কি প্রেস করে ফটোশপে সেই ছবিটি ওপেন করুন যে ছবিতে চোখ লাল হয়ে আছে । আমি আমার ক্ষেত্রে নিচের ছবি ব্যবহার করে আলোচনা করবো ।
উপরের ছবিতে দেখুন, উপরের ছবির চোখ দুটই লাল বর্ণের দেখা যাচ্ছে, এখন আমরা লাল চোখকে কালো বর্ণে পরিনত করবো । অর্থাৎ লাল বর্ন অপসারণ করে স্বাভাবিক চোখে পরিণত করবো ।
চোখের লাল দূর করার জন্য ফটোশপ টুলবক্স থেকে উপরের ছবির লাল মার্ক করা আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউস থেকে Right বাটনে ক্লিক করুন । রাইট বাটনে ক্লিক করলে সেখানে বেশ কিছু টুল দেখা যাবে, এবার সেটি থেকে Red Eye Tool লেখা টুলটি সিলেক্ট করুন ।
এরপর চোখের লাল মুছে দেবার জন্য রেড আই টুল সিলেক্ট অবস্থায় মাউস পয়েন্টার নিয়ে গিয়ে লাল চোখের উপর ক্লিক করুন , ঠিক চখের মনি বা যে অংশটি কালো হবার কথা সেইখানে। ক্লিক করার পর চোখের লাল বর্ণ কালো বর্ণে পরিনত হবে । ঠিক নিচের ছবির মতো,
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । রেড আই টুল ব্যবহার করার ফলে উপরের ছবির চোখ লাল থেকে স্বাভাবিক চোখে পরিবর্তন হবে । আপনি ফটোশপ থেকে রেড আই টুল ব্যবহার করে খুব সহজে চোখের লাল বর্ন মুছে দিতে পারবেন ।