4G LTE কি ? LET মানে কি ?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোন4G LTE কি ? LET মানে কি ?
Wasim asked 7 years ago

GP তাদের এডে 4G LTE দেখায় । LET মানে কি ?
বিস্তারিত জানতে চাই 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

3G এর মানে Third Generation আর 4G মানে Fourth Generation. আর   
LET মানে ঠিক এক কথায় না বলে একটি বিস্তারিত বলা যাক ।
LET এর পুর্ণ  রুপ হচ্ছে Long Term Evolution . এটি টেকনোলজির চেয়ে বেশি ফোকাস করে 4G স্পিড কে ।  আপনার ফোনে 4G  সো করছে মানেই আপনি পুরো 4G পাবেন বা পাচ্ছেন এমন না ।  পরে ITU-R   4G – র মিনিমাম স্পিড নির্ধারন করে । এবং তখন Tech Manufacture রা যে পরিমান অর্থ তাতে খরচ করেছিলো তাতেও সেই লক্ষমাত্রায় যেতে পারছিলো না । প্রতিক্রিয়ায়, নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে এলটিই, যেগুলি এই মানগুলি অনুসরণের জন্য ব্যবহার করা প্রযুক্তির নাম দেওয়া হয়েছে, এটি 4 জি হিসাবে লেবেল করা যেতে পারে যদি এটি থ্রিজি প্রযুক্তির উপর যথেষ্ট উন্নতি করে।
তথ্য সুত্র : https://www.digitaltrends.com/mobile/4g-vs-lte/


Ripon Tanti answered 2 years ago

4G LTE meaning 


Your Answer

6 + 5 =

error: Content is protected !!