মোবাইল ফোন খুব গরম হয়??

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনমোবাইল ফোন খুব গরম হয়??
Imarn asked 6 years ago

আমার মোবাইল ফোন খুব গরম হয়।  মোবাইল ফোন গরম হলে কোন সমস্যা হয়।।


1 Answers
Nahian Adnan Rumman Staff answered 6 years ago

সাধারনত কম বেশি সব স্মার্ট ফোন গরম হয়ে থাকে। স্মার্ট ফোন গুলো গরম হওয়ার পেছনে বেশ কিছু কারন থাকে। যেমন,
প্রসেসর: মোবাইল ফোন গরম হওয়ার মুল কারন হচ্ছে, প্রসেসর। কারন আপনি ফোন ব্যবহার করেন বা না করেন প্রসেসর কিন্তু চলমান অবস্থায় থাকে।
ব্যাটারি: বর্তমান মোবাইল ফোনের ব্যাটারি পাতলা বা হালকা হবার কারনে মোবাইল ফোন বেশ গরম হয়।
গেম: সাধারনত আমরা মোবাইলে ফোন বেশি সময় ধরে গেম খেলে থাকি। বেশি সময় যাবোত গেম খালার জন্য ফোন গরম হয়।


স্মার্ট ফোন বেশি গরম হওয়ার ফলে আপনার ফোনের কর্ম ক্ষমতা কমে যেটে পারে কিংবা আপনার ফোন চলতে চলতে বন্ধও হতে পারে।

Your Answer

2 + 11 =

error: Content is protected !!