জি, বিজয় এ বাংলা লিখতে গেলে অনেকের ই রেফ এর জায়গায় © (কপিরাইট সেম্বল ) আসছে । এর একটা কারন হতে পারে যে আপনার ফন্ট ঠিক মতো কাজ করছেনা । এর জন্য আমাদের একটি ভিডিও করা আছে, দেখে নিতে পারেন । আর এর পরও যদি সমস্যার সমাধান না হয়, নিচে কমেন্ট আমাদের জানাতে ভুলবেন না ।
বিষয়টি ক্লিয়ার হয়নি। আমি বারবার দেখেছি কিন্তু স্পষ্ট ধারনা পায়নি আমার বিজয় একুশে একং অফিস ১৬। রেফ না এসে কপিরাইটসুন আসে। কিভাবে করব ক্লিয়ার ধারনা দিন।
উপরের দেখানো পথে যদি না আসে রেফ, তাহলে হতে পারে আপনার বিজয় সফ্টওয়ার এ সমস্যা আছে । এবং এটা বেশির ভাগ ক্ষেত্রেই ঘটছে যে অরিজিনাল বিজয়ের সফটওয়ার টি ব্যবহার করলে এই সমস্যা টি থাকছেনা ।
অথবা আপনি আপনার বিজয় সফ্টওয়ার টি আন-ইন্সটল করে আবার ইন্সটল করে দেখতে পারেন ।
আমি আপনাদের লাইভ দেখিয়েছি ভিডিও তে …
ধন্যবাদ …
তবুও হচ্ছে না । তাহলে কী করব ?একটু বলেন ।
আমার ও একই সমস্যা
আমারও একই সমস্যা, এজন্য বাধ্য হয়ে মাইক্রোসফট ওয়ান নোট নামে একটা সফটওয়্যার আছে যেটা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দেওয়ার সময় একসাথে ইনস্টল হয় ওখানে “রেফ” আসে আমি ওখানে লিখে কপি করে এখানে নিয়ে এসে ব্যবহার করি। কিছু করার নেই 🙁 বাধ্য হয়ে করতে হয়।
আমি যখন রেফ লিখতে চাই তখন কপিরাইট চিহ্ন চলে আসো আমি সুতনী এমজে দিয়ে লিখি ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
আমি যখন রেফ লিখতে চাই তখন কপিরাইট চিহ্ন চলে আসো আমি সুতনী এমজে দিয়ে লিখি ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
আমি যখন রেফ লিখতে চাই তখন কপিরাইট চিহ্ন চলে আসো আমি সুতনী এমজে দিয়ে লিখি ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্