বিজয় ইউনিককোড এ বাংলা লেখা
আজকে আমরা শিখবো কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে ইউনিক কোডে বাংলা লিখা যায় । যারা আগে থেকে বিজয় কিবোর্ডে বাংলা লিখতে পারেন সেক্ষেত্রে ইউনিক কোড দিয়ে বাংলা লিখবার জন্য বিজয় কিবোর্ডের লেআউট একই ধরনের হলেও হবে। আমরা যদি bijoy কিবোর্ডের লেআউটটি দেখি ।
উপরের ছবিতে দেখুন । বিজয় কিবোর্ডের লেআউট দিয়ে আপনারা একই ভাবে ইউনিককোডে বাংলা লিখতে পারবেন । তবে সেক্ষেত্রে যা করতে হবে, আমি বিজয় বায়ান্নো ব্যবহার করে আলোচনা করছি ।
আমরা বিজয় কিবোর্ড থেকে Ctrl + Alt + B প্রেস করি, তাহলে Bijoy Classic ও English লিখাতে সুইচ করে । বিজয় কিবোর্ডের একই লেআউট দিয়ে Unicode বাংলা লিখার জন্য বিজয় বায়ান্নোর উপরের লাল দাগ করা অংশে ক্লিক করে সেখান থেকে Bijoy Unicode সিলেক্ট করুন ।
তো উপরের ছবিতে যা দেখানো হয়েছে, তাতে যদি বিজয় কিবোর্ড উপরের দিকে থাকে তাহলে, তবে যদি টাস্ক পেনে থাকে, তাহলে বিজয় আইকন এর উপরে রাইট ক্লিক করে ওপেন করতে হবে । নিচের ছবিতে দেখুন
বিজয় ইউনিককোড এ বাংলা লেখা – বিজয় বায়ান্নো ভিডিও টিউটোরিয়াল
Bijoy Unicode সিলেক্ট করার পর এবার আমরা বাংলা লিখবো। আমার ক্ষেত্রে Sublime Text এ বিজয় ইউনিককোড দিয়ে বাংলা লিখবো ।
বাংলা লিখার জন্য Shift + F প্রেস করলাম, অ চলে আসবে, আবার F প্রেস করলাম, আ হল, এরপর মার লিখা হল । অর্থাৎ ইউনিককোডে আমার লিখা হল । ইউনিককোড দিয়ে বাংলা লিখছি বিধাই সাবলাইম টেক্সটে বাংলা পড়তে পারছেন ।
আবার আমরা যদি Bijoy Classic সেট করে একই ভাবে লিখি তা হলে কি আসে ,
ইউনিককোড নিয়মে লিখা হলে একই Avgvi আসবে । আমরা যদি একই কথাকে ফন্ট সেট করাই তাহলে সে লিখাটি বাংলা কনভার্ট হবে । সেটি বিজয়ের বাংলা বিজয়ের বাংলা ওয়েবে চলে না । ইউনিক কোড বাংলা সব ডিভাইসে সাপর্ট করে থাকে । এই জন্য ওয়েব পেজগুলোর জন্য ইউনিক কোডে দিয়ে বাংলা লিখা হয় ।
বিজয় বাহান্নোতে শুধু Unicode ও আছে । সেটি দিয়ে যদি আমরা বাংলা লিখি তাহলে একই ধরনের কাজ করবে । অর্থাৎ আমার লিখার ক্ষেত্রে ।
উপরের অংশে দেখুন । সেখানে Unicode দিয়ে আবার আমার লিখা হয়েছে । সেই লেখাগুলো মাঝ খানে একটু করে গ্যাপ দেখা যাচ্ছে, সেগুলো কোন সমস্যা না । এবার এই লিখা গুলো যদি যেকোন ব্রাউজারে রান করে নেই । তাহলে নিচের ছবির মতো দেখা যাবে ।
দেখবেন উপরের ছবির মতো লেখাগুলো দেখা যাবে । যুক্ত বর্ণ বিজয় কিবোর্ডে যেগুলো লিখা হয়ে থাকে, সেই বর্ণগুলো Unicode দিয়েও লিখা সম্ভব ।
10finger টাইপ করার সময় আমার য় ভুল দেখায় কি করবো
প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। ও সমস্যা আমার ও একটু হয় অভ্র কিবোর্ড এ 🙂
“কার্যক্রম” বিজয়-৫২ তে ইউনিকোডে কিভাবে লিখব এবং কোন ফন্ট ব্যবহার করব?
ctrl+alt+b বিজয়। সংশোধন করুন।
অসংখ্য ধন্যবাদ বিষয়টি দেখিয়ে দেবার জন্য 🙂
রেফ লিখবো কিভাবে