আমি একটি শাওমি ফোন কিনতে চাই এবং কেনার আগে আমি শাওমি ফোন যাচাই করে কিনতে চাই । কি করে যাচাই করবো ?
যে কোন মোবাইল ফোন হোক সেটা সাওমি কিংবা অন্য কোন ব্র্যান্ড এর হ্যান্ডসেট ক্রয় এর পুর্বে আপনি IMEI নাম্বার SMS করে চেক করে নিতে পারেন সেটা আসল নাকি নকল । আসলে এর ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করা হয় । তো সেটা করার জন্য আপনি নতুন শাওমি সেট কিনার আগে সেটের IMEI চেক করে নিতে টাইপ করুন
KYD<space>15 ডিজিটের IMEI টি লিখে পাঠিয়ে দিন 16002 তে পাঠিয়ে দিন । ফিরতি মেসেজে পেয়ে যাবেন সেট টি বৈধ কিনা ।