ডলার এনডোর্স বলতে আসলে আপনার পাসপোর্টের সাথে ডলার যোগ করা । বিষয় টি এমন নয় যে আপনাকে আপনার পাসপোস্টে ডলার লাগিয়ে নিতে হবে । তবে আপনা বিদেশে কি পরিমান অর্থ নিয়ে যাচ্ছেন সেটি আপনার পাসপোর্টের শেষের দিকে লিখে নিতে হয় ।
আপনি যখন কোন ব্যাংক কিংবা Money Exigence Agent এর কাছ থেকে ডলার কিনবেন, ওরা আপনার ডলার কেনার করান জেনে আপনার ডলার কেনার একটি রশিদ দেবে এবং আপনার পাসপোর্টের শেষের পাতাগুলোতে ওদের সিল দিয়ে ডলারের পরিমান বসিয়ে দেবে ।
এই হল ডলার এনডোর্স
1 Answers
Your Answer
ইন্টারন্যাশনাল কার্ড পাওয়ার জন্য পাসপোর্টে ডলার এনডোর্স করতে হচ্ছে। সর্বনিম্ন কত করতে হয়?
ভারতীও ভিসার জন্য সর্বনিম্ব 50 Dollar Endorse করতে হয় । ইন্টারন্যাশনাল কার্ড পাওয়ার জন্য পাসপোর্টে ডলার এনডোর্স করতে হচ্ছে বিষয়টি ঠিক ক্লিয়ার হলাম না । একটু ক্লিয়ার করে বললে ভালো হতো …