কিভাবে ব্রাউজারে ডিলিট করা ট্যাব ফিরিয়ে আনা যায়

ইন্টারনেট ব্যবহারকারি বন্ধুদের জন্য আজ আমরা একটি মজার প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি নিশ্চয় একসাথে অনেক গুলো ট্যাব ওপেন করে বিভিন্ন সাইড খোজ করে থাকি। সে ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে অন্য কোন ট্যাব ক্লোজ করতে গিয়ে ভুল বসতো বা কোন কারন বসতো প্রয়োজনীয় ট্যাব ক্লোজ হয়ে যায়। আর সেই ট্যাবটি যদি হয় কোন গুরুত্বপুর্ণ টপিকের তাহলে আমাদের অবস্থা হয় সেই সময় নিচের ছবিটির মত 🙁


Open The Close Tab in Browser

Open The Close Tab in Browser

 

আমরা অনেকেই জানি যে কিভাবে ব্রাউজারে ডিলিট করা ট্যাব ফিরিয়ে আনা যায় আবার অনেকেই আছে যারা এই বিষয়টি জানেনা। তাই ইন্টারনেট ব্যবহারকারি সকল বন্ধুদের যারা এই বিষয়টি জানেন অথবা জানেন না তাদের সকলের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন কিভাবে ব্রাউজারে ডিলিট করা ট্যাব ফিরিয়ে আনা যায়। আর দেরি নাকরে চলুন তাহলে যেনে নেয়া যাক।

 

ধরুন আপনি কোন প্রয়োজনীয় ট্যাব ভুল বসতো বা কোন কারন বসতো ক্লোজ করে থাকলে যদি আপনি সেটি ফিরিয়ে আনতে চান তাহলে কীবোর্ডে প্রেস করুন ( Ctrl + Shift + T ), তাহলে ডিলিট হয়ে যাওয়া ট্যাব পুনরায় চলে আসবে। অবশ্য আপনারা History থেকেও ফিরিয় আনতে পারবেন ।  আপনাদের সুবিদার্থে আরও একটি তথ্য দেয়া হল, সেটি হল আপনি যদি কোন নতুন ট্যাব ওপেন করতে চান তাহলে প্রেস করুন ( Ctrl + T ), তাহলে ব্রাউজারে নতুন ট্যাব চলে আসবে। আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে ব্রাউজারে ডিলিট করা ট্যাব ফিরিয়ে আনা যায় এবং শর্টকাট কী ব্যবহার করে কিভাবে নতুন ট্যাব ওপেন করতে হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!