একাধিক ডিভাইস থেকে জিমেইল লগআউট করার নিয়ম
আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনার বন্ধুর ডিভাইসে কিংবা সাইবারক্যাফে তে সাইন ইন করেছেন কিন্তু আপনার আইডিটি লগআউট করতে ভুলে গেছেন। মাঝে মাঝে আমরা ভূল বসত বন্ধুর ডিভাইসে বা সাইবার ক্যাফেতে আমাদের জিমেইল আইডি লগইন রেখে চলে আসি । এতে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ তার নিচের আয়তে নিতে পারে । আর তাই আজকে আমরা আলোচনা করবো কিভাবে সব ডিভাইস থেকে আপনার জিমেইল আইডি টি লগইন থেকে লগ আউট করা যায় এক ক্লিকে । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই, সব ডিভাইস থেকে এক ক্লিকে কিভাবে জিমেইল আইডি লগআউট করা যায় ।
আগের পোস্টে আমরা আলোচনা করেছি ইমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়ে । ইমেইল আইডি খুলার নিয়ম জানতে এখানে ক্লিক করুন ।
সব ডিভাইস থেকে জিমেইল লগ আউট কিভাবে করবো
আপনার জিমেইল আইডি অন্য ডিভাইস থেকে লগআউট করবার জন্য আপনি আপনার ইমেইল আইডিতে প্রবেশ করুন । প্রবেশ করবার পর নিচের ছবির মতো দেখা যাবে । যদি আপনি আপনার ইনবক্সে থাকেন । আমি আমার ক্ষেত্রে ওয়েব ব্রাউজারে জিমেইল আইডি লগইন করে আলোচনা করছি ।
উপরের ছবিতে দেখুন । এবার জিমেইল আইডির Inbox থেকে নিচের দিকে অর্থাৎ নিচের দিকে দান পাশে Last account activity লেখার নিচে Details লেখা আছে, এবার সেই Details লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো পেজ বের হবে ।
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন তো । আপনি আপনার ইমেইল আইডি কখন কোথায় কোন সময় কোন ডিভাইসে লগইন করেছিলেন । তা দেখতে চাইলে উপরের ছবির নিচের দিকে লাল দাগ করা Show Details লেখাতে ক্লিক করুন । দেখবেন আপনার জিমেইল লগইন ডিটিলস বের হবে ।
এবার জিমেইল আইডি যে সব ডিভাইসে লগইন করে রেখেছেন, সেই ডিভাইসগুলো থেকে আপনার জিমেইল আইডি লগইন করবার জন্য উপরের ছবির লাল দাগ করা Sign out all other Gmail web sessions লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর সব ডিভাইস থেকে আপনার জিমেইল আইডি লগআউট হয়ে যাবে ।
ঠিক উপরের ছবির মতো । Gmail Id Log Out হয়ে যাবার পর Successfully signed out all other sessions লেখা দেখাবে । এর মানে হচ্ছে, আপনার জিমেইল আইডিগুলো সব লগ আউট হয়ে গেছে এক ক্লিকে ।
ই মেইলে লগ আউট করলে কি,, ই মেইল আইডি ডিলেট হয়ে যায়?
ইমেইল থেকে লগ আউট করলে ইমেইল আইডি ডিলিট হয়না। আপনি আবার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
ফোনে একাধিক জিমেইল আইডি থাকলে বাকি গুলা রিমুভ করব কিভাবে?
ফোনের সেটিংস থেকে Account এ যান, এবার সেথান থেকে যে একাউন্ট ডিলিট করবেন সেটা বেছে নিয়ে ডিলিট করুন ।
ফোন restarted দেওয়া পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে akhon ar recovery hoita asa na…akhon ki korbo..plzzz bollan vai..ja Number dia খোলা hoica oi nb ta ni.
ইমেইল সাথে অন্য কোন ইমেইর আইডি কি লিংক করা আছে ? যদি থাকে, তবে সেটা ব্যবহার করে রিকভার করতে পারেন । আর যে নাম্বার দিয়ে খুলেছেন, সেটা না থাকলে তো বিপদ । ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে দেখেন ওদের চাওয়া তথ্য গুলো দিয়ে দেখেন ।
আমার একটি email id আমি বন্ধ করছিলাম এখন ওই id কিভাবে ফেরত আন্ব
সেই ইমেইল আইডি টি দিয়ে লগইন করার চেষ্টা করুন।
id চোর
Ami kibabe akti gmail id ak mobail teke onno mobaile share korbo plz bolen