HTML article ট্যাগের ব্যবহার – article ট্যাগ

article ট্যাগ হচ্ছে বহুল ব্যবহৃিত ট্যাগ কোন সংজ্ঞা বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে ।  article এর বাংলা হচ্ছে প্রবন্ধ এবং এটি আসলেই সে কাজেই ব্যবহার হয় HTML এ । article ট্যাগ হচ্ছে একটি Section এলিমেন্ট যা একটি ওয়েবপেজের পোস্ট, পত্রিকা, এপ্লিকেশন সহ যেকোন তথ্য প্রর্দশন করানোর কাজে ব্যবহার হয়।


article tag

article tag

একটি ওয়েবপেজ তৈরি করবার সময় আপনি <article> ট্যাগ একের অধিক ইউজ করেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেকশন আলাদা আলাদা তৈরি করতে হবে। আর্টিকেল ট্যাগ কখনওই নিজে নিজের Children ( আর্টিকেল ট্যাগ  এর ভিতরে আর একটি আর্টিকেল ট্যাগ ) হতে পারেনা ।  নিচের অংশে article এর ব্যবহার দেখুন।

<article>
   <h1>This is a Title of the article</h1>
   <p>This is a paragraph of that article with some more text </p>
   <p>This is another paragraph ...</p>
</article>

Try it yourself

article ট্যাগের সংজ্ঞা এবং ব্যবহার

<article> ট্যাগ স্বাধীন, নিজের ভিতরেই রাখে নিজের তথ্য গুলো ।

একটি আর্টিক্যাল ট্যাগ নিজেই নিজের সবকিছু ধারন করে এবং এটি একটি সেকসন কে বোঝায় । এটি কম পক্ষে একটি হেডিং ট্যাগ চায় এবং একটি প্যারাগ্রাফ ।  এক কথায় যেখানে <article> ট্যাগ ব্যবহার করা হবে সেই অংশটি একটি সম্পুর্ণ ধারনা প্রদান করবে ।

<article> ট্যাগটি যেখানে ব্যবহার করা যেতে পারে

  • ফোরাম পোস্ট
  • ব্লগ পোস্ট
  • খবর
  • মন্তব্য

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!