JSC JDC PSC রেজাল্ট কিভাবে বের করবো
সাধারণত JSC JDC এবং PSC রেজাল্ট দুই ভাবে বের করা যায়। যেমন, এসএমএস এর মাধ্যমে এবং অনলাইন এর মাধ্যমে। আমরা অনেকেই পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত থাকি, বলাই যায়। যেমন, রেজাল্ট কি হবে এবং কিভাবে রেজাল্ট বের করবো এই ধরনের খুটি নাটি বিষয় নিয়ে আমরা অনেকেই বেশ চিন্তিত থাকি। তবে আজকে আমরা আলোচনা করবো কিভাবে psc/jsc/jdc রেজাল্ট কিভাবে বের করা যায়। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
JSC/JDC রেজাল্ট এসএমএস নিতে : jsc রেজাল্ট এসএমএস এর মাধ্যেমে বের করার জন্য প্রথমে মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান। সেখানে গিয়ে টাইপ করুন।
JSC<Space>Din<Space>রোল নাম্বার <Space> 2017 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
JDC<Space>Mad <Space> রোল নাম্বার <Space> 2017 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
JSC/JDC রেজাল্ট অনলাইন এর মাধ্যমেঃ JSC/JDC রেজাল্ট অনলাইন থেকে বের করার জন্য যেকোন ব্রাউজারে গিয়ে educationboardresults.gov.bd লিখে সার্চ করুন।
উদাহরণস্বরুপঃ JSC Din 663509 2017 Send to 16222
psc রেজাল্ট এসএমএস নিতে:
Psc General Student: DPE<space> Thana/Upazila কোড নাম্বার <space> রোল নাম্বার <Space>2017 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
EBT <space>Thana/Upazila কোড নাম্বার <space> রোল নাম্বার <Space> 2017 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
PSC রেজাল্ট অনলাইন এর মাধ্যমে নিতেঃ psc রেজাল্ট অনলাইনের মাধ্যেমে বের করার জন্য যেকোন ব্রাউজার গিয়ে এড্রেস বারে www.dpe.gov.bd লিখে সার্চ করুন।
উদাহরণস্বরুপঃ DPE 48 663509 2017 Send to 16222
That’s good