গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারগ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি ?
Jakir asked 6 years ago

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস


1 Answers
Imran Hossain answered 6 years ago

 গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এমন একধরনের পদ্ধতি যা ব্যবহারকারিকে ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়া করার সুযোগ দেয় চিত্রের মাধ্যমে। চিত্রগুলো আইকন এবং দৃশ্যমান নির্দেশক যেমন গৌণ সংকেত হতে পারে, যা লেখা ভিত্তিক পদ্ধতির ঠিক উল্টো। এটির প্রচলন করা হয় কমান্ড লাইন পদ্ধতির বিপুল কমান্ড মুখস্থ রাখার কষ্টের কথা বিবেচনা করে, যেখানে কিবোর্ডের মাধ্যমে নির্দেশগুলো লিখে দিতে হত । এই পদ্ধতির পরিবেশে ব্যবহারকারি সাধারণত চিত্রভিত্তিক বিভিন্ন উপাদানকে সরাসরি ব্যবহার করে। কম্পিউটার ছাড়াও হাতে রেখে ব্যবহার করা যায় এমন যন্ত্রেও এটির ব্যবহার দেখা যায় যেমন এমপি৩ প্লেয়ার, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, গেমিং যন্ত্র এবং ঘরে ব্যবহৃত ছোট যন্ত্রপাতি, অফিস এবং শিল্প কারখানার বিভিন্ন যন্ত্রপাতিতে। 


Your Answer

7 + 14 =

error: Content is protected !!