অছিওত মানে কি

প্রশ্ন উত্তরCategory: অর্থ কিঅছিওত মানে কি
Rifat asked 4 years ago

অনেকেই বলে “আমি অছিওত করে গেলাম”, কিন্তু অছিওত বলতে কি বোঝায় ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

অছিওত বা ওছিওত শব্দটি উইল শব্দের সমার্থক । এটির সাধারন চল হলো মুখে মুখে কোন মতামত দিয়ে দেয়া যা পরবর্তিতে সম্পত্তি ভাগের ক্ষেত্রে কিংবা কোন মতামতের ক্ষেত্রে দৃঢ় ভুমিকা পালন করে ।


একটু উদাহরন দিয়ে বোঝালে আরো একটু ক্লিয়ার হবে বিষয় টি ।

  • আমি ওছিয়ত করে গেলাম এই পুকুর দুই ভাই বোন সমান ভাগে ভাগ করে নিবি।
  • আমি ওছিয়ত করে গেলাম, আমার অবর্তমানে তোমার অবিভাবক হবেন তোমার ছোট চাচা।
  • কিংবা, আমি ওছিয়ত করলাম, এই পথে আমার পরিবারের কেউ আর হাটবেনা ।

ওছিয়ত যদি মৌখিক হয়, তবে সেটার ভিত্তি অনেক কম । লিখিত উইল বা ওছিয়ত পরবর্তিতে দলিল হিসেবে কাজ করে ।

আমার ব্যাক্তিগত মত হল, প্রচলিত যে আইন আছে , তার বাইরে ওছিয়ত করে যাওয়া ঠিক না। বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে, এতে করে কেউ ঠকে কেউ জেতে যা মোটেও ঠিকনা । যার যা প্রাপ্র, সে তার মতো করেই পাবে এটাই হওয়া উচিৎ

Your Answer

11 + 9 =

error: Content is protected !!