অম্ল অর্থ কি

প্রশ্ন উত্তরCategory: অর্থ কিঅম্ল অর্থ কি
Orchi asked 4 years ago

অম্ল অর্থ কি জানতে চাই 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

অম্ল অর্থ সাধারন ভাবে বলা যায় টক । আবার এসিড কে ও অম্ল বলা হয় । এটি একটি রাসায়নিক পদার্থ । আরো বিস্তারিত ভাবে বলতে গেলে বলা যায়:


যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ঐ প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড (Acid) বলে।

অ্যাসিডাস(Acidus) শব্দ থেকে অ্যাসিড (Acid)  শব্দটির উৎপত্তি যার যার অর্থ টক । সব ধরনের টক স্বাধ যুক্ত বস্তুর মধ্যে এসিড থাকতে পারে । যেমন ধরুন লেবু বা তেতুল যার স্বাধ টক এবং এগুলো তে ফলিক এসিড থাকে । আবার কিছু রাসায়নিক এসিড বা অম্ল থাকে যেগুলো খুবই তীব্র এবং মানব তথা যেকন প্রানির জন্য ক্ষতিকর ।
অম্ল বা এসিড সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে পারেন উইকিপিডিয়া তে ।

Your Answer

7 + 16 =

error: Content is protected !!