ই-পেমেন্টে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: বাংলাদেশ বিষয়াবলীই-পেমেন্টে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ই-পেমেন্ট এর মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধনঃ

দেশের সকল পৌরসভায় ১৪.০৫.২০২৩ খ্রি. তারিখ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি পরিশোধে ই-পেমেন্ট (অনলাইনে লেনদেনের ব্যবস্থা) চালুর সিদ্ধান্ত নেয়া হয়। জন্ম-মৃত্যুর নতুন আবেদন এবং পুরাতন আবেদনগুলো সংশোধনের জন্য অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।


গত ০৪.০৪.২০২৩ খ্রি. তারিখে মেহেরপুর জেলাধীন মেহেরপুর পৌরসভা এবং সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত পাইলট আকারে ই-পেমেন্ট কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইটি অঞ্চলে (৩ ও ৫) ই-পেমেন্ট পদ্ধতি চালু করা হয় ২৬.০৪.২০২৩ খ্রি. তারিখে।

পরবর্তীতে দেশের অন্য সিটি কর্পোরেশনেও ই-পেমেন্ট জন্ম-মৃত্যু নিবন্ধন পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করা হয়। দেশে সর্বমোট ১২টি সিটি কর্পোরেশন ও ৩৩০ টি পৌরসভায় এই পদ্ধতি চালু রয়েছে।

Your Answer

20 + 12 =

error: Content is protected !!