কিভাবে আমি আমার উইন্ডোজ ১০ আপডেট করবো ? উইন্ডোজ ১০ আপডেট করার নিয়ম কি জানতে চাই ।
সময়ের স্ট্যাবল উইন্ডোজ অপারেটিং সিসটেম গুলোর মধ্যে উইন্ডোজ ১০ একটি। আমরা সাধারন যে সেটাপ ফাইল দিয়ে উইন্ডোজ ইন্সটল দেই, সেগুলোর পরেও অনেক ফিচার যোগ হয় যা উইন্ডোজ আপডেট না দিয়ে পাওয়া যায়না ।
উইন্ডোজ ১০ আপডেট করার নিয়ম
শুরুতে Start বাটতে ক্লিক করুন অথবা কিবোর্ড এর Win Key তে চাপুন ।
এরপর টাইপ করুন “Update” . একটু পরই দেখতে পাবের উপরের দিকে “Check for Update”, ক্লিক করুন। আপডেটে ক্লিক করার পর নিচের মতো আসবে ।
ঠিক এই অবস্থাতেই Windows , ইন্টারনেটে কানেক্ট হয়ে যদি কোন আপডেট থাকে, সেগুলো দেখাবে এবং আপডেট করতে চাইবে । আপনি আগে থেকে অনুমুতি দিলে অটো আপডেট শুরু করবে, অথবা আপনার কাছে জানতে চাইবে আপডেট করবেন কিনা ।